Ajker Patrika

নতুন সিনেমায় নিপুণ

আপডেট : ২৩ মে ২০২২, ১২: ৩২
নতুন সিনেমায় নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সমাধান এখনো হয়নি। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে নিপুণ ছিলেন আলোচনায়। কে থাকবেন এই পদে, সেই বিষয়টি এখন আদালতে বিচারাধীন। অনেক দিন শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এবার শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। সিনেমার নাম ‘ভাগ্য’। ১৪ মে থেকে রাজধানীর আফতাবনগরে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’। ৩০ মে পর্যন্ত শুটিং চলবে মাহবুবুর রহমান পরিচালিত সিনেমাটির। নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান—কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’

‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ করেছিলেন তিনি। নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।

বিনোদন সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

এরপর নিপুণ মাত্র এক টাকা সম্মানীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘মনোলোক’ সিনেমায়। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত