Ajker Patrika

৬৬ জনকে নৌকা দিতে সুপারিশ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ১৪
৬৬ জনকে নৌকা দিতে সুপারিশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর (চতুর্থ ধাপ)। এসব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন ৭০ জন। এর মধ্যে চারজনের নাম বাদ দেওয়া হয়েছে। বাকি ৬৬ জনকে নৌকা দিতে সুপারিশ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। গত রোববার কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে সেই সুপারিশ জমা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর উপজেলা সদরের স্টেশন সড়কে অবস্থিত বিলাসী শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। ওই সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৭১ নেতার মধ্যে ৬৫ জন উপস্থিত ছিলেন। দলে বিভেদ ও সংঘাত এড়াতে সভায় তৃণমূলের প্রায় অর্ধশতাধিক নেতা এবার ইউপি নির্বাচনে বোয়ালমারী উপজেলায় নৌকা প্রতীক তুলে দিয়ে নির্বাচন সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পক্ষে মত দেন। বর্ধিত সভার এ সিদ্ধান্ত মোতাবেক একটি রেজুলেশন দলের কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।

চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশীরা হলেন ঘোষপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এসএম ফারুক হোসেন ছাড়াও গোলাম মোস্তফা জামান সিদ্দিকি, তোরাপ হোসেন, মো. চাঁদ মিয়া, বোরহান উদ্দিন, ইমরান হোসেন নবাব, জাকির হোসেন, মো. রঞ্জু আহমেদ, পিকুলুর রহমান ও মো. পারভেজ মোল্লা দলীয় মনোনয়ন চান। সাতৈর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ মজিবর রহমান, আকবর হোসেন আকুল, আব্দুল হালিম শেখ, এসএম সফিউল্লাহ সাফি, মোল্লা মো. মনিরুজ্জামান, মো. মজিবর রহমান; দাদপুরে বর্তমান চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, হারুন অর রশিদ, শেখ সাজ্জাদুর রহমান হাই, গাউজার রহমান, শামীম মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুর রহমান, মো. মোশাররফ হোসেন, মো. আব্দুল কুদ্দুস মিয়া; বোয়ালমারীতে আ. ওহাব তারা মোল্লা, মো. এলেম শেখ, মো. ফারুক আহমাদ, মো. আব্দুল হক শেখ, মো. কামরুজ্জামান পনির এবং চতুল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, মো. রফিকুল ইসলাম ও খন্দকার আবুল বাশার বাসু মনোনয়ন চান।

এ ছাড়া পরমেশ্বদী ইউনিয়নে মো. সোলায়মান মোল্লা, মান্নান মাতবর, শরীফ মো. নজরুল ইসলাম, মো. মাসুদ শেখ, হাবিবুর রহমান, সৈয়দ বদিউজ্জামান, মো. সাব্বির মিনা অনিক, জুলেখা বেগম; শেখর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লা, আবুল কালাম আজাদ, মো. কামাল আহম্মেদ, মো. মকিবুল হাসান বাবলু; রূপাপাতে বর্তমান চেয়ারম্যান মো. আজিজার রহমান, সৈয়দ অলিয়ার রহমান, মো. হেমায়েত হোসেন মোল্লা, মো. শফিকুল ইসলাম, এমদাদুল হক মিলন, মো. মহব্বত আলী, রবিউল মোল্লা, এসএম রফিকুল ইসলাম মিয়া, হেলেনা বেগম, সুমন শেখ; ময়নায় বর্তমান চেয়ারম্যান নাসির মো. সেলিম, মো. আবুল খায়ের মিয়া, মো. সাইফুজ্জামান জিন্নাহ, মো. আকুল হোসেন মৃধা, পলাশ বিশ্বাস, আশরাফুজ্জামান মিলন, মো. নুর ইসলাম, মো. নবীর হোসেন, মো. কামরুজ্জামান এবং গুণবহা ইউনিয়নে মো. দাউদুজ্জামান, মু. আমিনুল ইসলাম, মো. সেলিমুজ্জামান, মো. মতিয়ার রহমান, কামরুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল জানান, বিভিন্ন ইউনিয়ন থেকে ৭০ জন চেয়ারম্যান প্রার্থীর নাম সুপারিশ আকারে উপজেলা কমিটির কাছে পাঠিয়েছিল। সেখান থেকে চারটি নাম বাদ রেখে বাকিদের নাম উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষর দিয়ে কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। ওই চারজন নানা ব্যক্তিগত ত্রুটির কারণে দলীয় ফোরামে সুপারিশের অযোগ্য বিবেচিত হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন বলেন, দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে এবারের ইউপি নির্বাচনে উপজেলা থেকে নৌকা প্রতীক তুলে দেওয়ার সিদ্ধান্তের একটি রেজুলেশন কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত সুপারিশ রয়েছে। পাশাপাশি ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন ও সাবেক সাংসদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান দলীয় সভাপতির কাছে এ ব্যাপারে ডিও লেটার প্রদানসহ সুপারিশ করতে সম্মত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত