Ajker Patrika

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও ক্যারম খেলার দ্বন্দ্বে খুন

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪: ০৬
Thumbnail image

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক এবং ক্যারম খেলার দ্বন্দ্বে মনিরামপুরের রাজাগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইকরামুল হোসেনকে হত্যা করে পুঁতে রাখা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। তবে, পুলিশ এখনই কোনো কিছু বলতে রাজি হয়নি।

গত বৃহস্পতিবার লাশ উদ্ধারের পর রাতে এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩–৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইকরামুলের চাচা আসাদুজ্জামান আসাদ মনিরামপুর থানায় এ মামলা করেন।

আসামিরা হলেন মশ্মিমনগরের ভরতপুর গ্রামের হোসেন আলী মোড়লের তিন ছেলে আমিনুর রহমান, কামরুল হাসান ও জিয়াউল হক জিয়ার, আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান, মেহেদী হাসানের বড় চাচা গোলাম মোস্তফা এবং আমিনুরের দুই ভাগনে ষোলখাদা গ্রামের দুই ভাই হুমায়ুন কবির ও হেলাল উদ্দিন।

গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে ইকরামুল হোসেনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিকেলে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এক আসামির স্ত্রীর সঙ্গে বন্ধুত্বের সন্দেহে ইকরামুল খুন হয়েছে। তবে মামলার বাদী আসাদুজ্জামানের দাবি, আমিনুরের সঙ্গে ক্যারম খেলা নিয়ে বিরোধের জের ধরে ইকরামুল খুন হয়।

যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হিরন্ময় সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত