Ajker Patrika

সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন

ফেনী প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ৩২
Thumbnail image

ফেনী সদর উপজেলায় সুষ্ঠু ভোটের দাবিতে লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস কোরাইশী। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ফেরদৌস কোরাইশী ও তাঁর কর্মী-সমর্থকদের হয়রানিসহ প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে গত ২৭ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনসহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস কোরাইশী অভিযোগ করেন, ‘আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন নাসিম আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। আমার প্রচারের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলছেন। পাশাপাশি আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমার বাড়িতে গিয়ে গালিগালাজ করছেন। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন নাসিম বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস কোরাইশী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত