Ajker Patrika

১০-১৫ সেকেন্ডে চাবি ছাড়াই চুরি হয় বাইক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৭
১০-১৫ সেকেন্ডে চাবি ছাড়াই চুরি হয় বাইক

চাবি ছাড়াই বিশেষ কৌশলে মোটরসাইকেল (বাইক) চুরি করে তরুণদের একটি দল। আর এতে তাঁরা সময় নেন মাত্র ১০-১৫ সেকেন্ড। চক্রটির সদস্যের প্রায় সবারই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। চুরি করা মোটরসাইকেল দূরবর্তী অন্য জেলায় নিয়ে বিক্রি করা হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় বাইকের সামনে সাঁটানো থাকে ‘প্রেস’ বা সংবাদপত্রের স্টিকার।

ওই চক্রটির আট সদস্যদের গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় হোন্ডা, সুজুকি, ইয়ামাহা ও হিরো কোম্পানির দামি ৫টি মোটরসাইকেল। পুলিশ বলছে, সাংবাদিক পরিচয়ে চক্রটির সদস্য দীর্ঘদিন ধরে এভাবে চুরি করে আসছে।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন গতকাল বলেন, ‘চক্রটিকে শনাক্তের পর বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে আটজনকে আটক করতে সক্ষম হই। চট্টগ্রাম নগরীর খুলশী, ডবলমুরিং ও ফেনী জেলার সোনাগাজী থেকে তাঁদের আটক করা হয়।’

আটক তরুণেরা হলেন মো. মুন্না (২১), মো. ফয়সাল (২২), মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২২), শহিদুল ইসলাম (২১), মো. সোহেল (২০), মো. মিজান (২৩), মোবারক হোসেন (২৪) ও আব্দুর রহমান নোবেল (২৫)।

শহিদুল ইসলাম, মো. মুন্না ও মো. সোহেলকে এই চক্রটির হোতা হিসেবে উল্লেখ করেন গোয়েন্দা কর্মকর্তা মুহাম্মদ আলী হোসেন।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) কামরুল হাসান বলেন, ‘চক্রটির সদস্যদের বয়স বেশি নয়। এদের কেউ এক সময় পেশায় মেকানিক ছিলেন আবার কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তিন বছর ধরে তাঁরা এই অপরাধ করে বেড়াচ্ছেন। আমরা ধারণা করছি, এই চক্রটির সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। পর্যায়ক্রমে তাঁদের শনাক্ত করে আওতায় আনা হবে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এসি কামরুল বলেন, তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলগুলো অন্য জেলা থেকে চুরি হওয়া। পরে এসব বিক্রির জন্য রাখা হয়। এগুলো বিক্রির জন্য বিভিন্ন জেলায় তাঁদের লোকও আছে।

জানা গেছে, এ ঘটনায় গতকাল খুলশী থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বলেন, ‘চক্রের সদস্যের দেওয়া তথ্যমতে, তাঁরা এ পর্যন্ত ১২টি বাইক চুরি করেছে। এর মধ্যে ৫টি বাইক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকিগুলো উদ্ধারে চেষ্টা চলছে।’

এসআই ইমাম হোসেন বলেন, চক্রটি বাইক চুরি ও বিক্রির জন্য অভিনব কৌশল নেয়। এক জেলায় চুরি করা বাইক অন্য এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। পাচারের সময় নম্বরপ্লেট খুলে সেখানে ‘প্রেস’ লেখা স্টিকার সেঁটে দেওয়া হয়। এতে পুলিশ বা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়। তদন্তের ভিত্তিতে বিভিন্ন জেলায় সক্রিয় চক্রটির সদস্যের ধরার চেষ্টা চলছে।

তদন্ত কর্মকর্তা বলেন, অভিযুক্তরা ময়মনসিংহ, নোয়াখালী, ফেনী, রাঙামাটিসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা বিভিন্ন সময় চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় অবস্থান করেন।

যেভাবে ধরা: দিন দু-এক আগে মুন্না, ফয়সাল ও শাহাদাৎ নামের তিন তরুণ খুলশীতে একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করতে আসেন। গোপনে তথ্য পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে আরও একজনকে আটক করা হয়। পর্যায়ক্রমে তাঁদের তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার ও মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আটজনের মধ্যে সাতজন চক্রটির সদস্য। একজন ক্রেতা। তাঁকে ফেনী থেকে মোটরসাইকেলসহ আটক করে ডিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত