Ajker Patrika

আইনশৃঙ্খলা সভায় চুরি রোধে আলোচনা

বাসাইল প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৪
আইনশৃঙ্খলা সভায় চুরি রোধে আলোচনা

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসন ও পরিষদের আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

সভায় চুরি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদ প্রতিরোধ, বাসাইল পৌর শহরে বিভিন্ন সড়কে অনিয়ন্ত্রিতভাবে নিবন্ধনবিহীন ট্রাফে ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচল ও স্ট্যান্ড করাসহ গুরুত্বপূর্ণ বিষয়াদির ওপর আলোচনা হয়। উপজেলায় সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সাবেক মেয়র মজিবর রহমান, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত