Ajker Patrika

পাটুরিয়া-দৌলতদিয়ায় আজ থেকে ২০ শতাংশ বাড়তি ভাড়া কার্যকর

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১১: ২০
পাটুরিয়া-দৌলতদিয়ায় আজ থেকে ২০ শতাংশ বাড়তি ভাড়া কার্যকর

আজ রোববার সকাল ৬টা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথের ফেরিতে যানবাহন পারাপারে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই নৌরুটে ফেরিতে যানবাহন পারাপারে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেয়াজ জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফেরিতে যানবাহন পারাপারে ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আজ সকাল থেকে নতুন ভাড়া কার্যকরের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরিতে ১ থেকে ৩ টন পর্যন্ত পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৭৪০ থেকে বেড়ে ৯০০ টাকা করা হয়েছে। ৩ থেকে ৫ টনের ট্রাক ৮৮০ থেকে ১ হাজার ৫০ টাকা। পাঁচ থেকে আট টনের ট্রাক, কাভার্ড ভ্যানের ভাড়া ১ হাজার ৬০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩০০ টাকা। আর ৮ থেকে ১১ টনের বড় ট্রাক-লরির ভাড়া ১ হাজার ৪৬০ থেকে বেড়ে ১ হাজার ৭৫০ টাকা ধার্য করা হয়েছে।

এ ছাড়া মিনিবাস পারাপারে ৯০০ থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা। মাঝারি আকারের বাসের ভাড়া ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৭৫০ ও বড় বাসের ভাড়া ১ হাজার ৮২০ থেকে বেড়ে ২ হাজার ১০০ টাকা করা হয়েছে। মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ৮০০ টাকার বদলে ১ হাজার, পাজেরো জিপ ৭৩০ টাকা থেকে ৯০০, ছোট প্রাইভেট কার ও জিপ ৪৫০ টাকার বদলে ৫৪০, মোটরসাইকেল ৭০ টাকার বদলে ১০০ টাকা করা হয়েছে। তবে যাত্রী ভাড়া অপরিবর্তিত রয়েছে।

ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন এ পথে চলাচল করা বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিকেরা। তাঁদের দাবি, এ পথে শুধু ভাড়া বৃদ্ধিই নয়, ফেরি পারাপারে সিরিয়াল ব্যবস্থায় উটকো ঝামেলা রোধ করতে হবে।

খুলনাগামী ট্রাকের চালক আলমগীর হোসেন বলেন, এমনিতেই গাড়ির যন্ত্রাংশসহ সবকিছুর দাম বেড়েছে। নতুন করে ফেরিভাড়া বৃদ্ধি করা হলো। পাশাপাশি ফেরি পার হওয়ার সিরিয়ালের জন্য রয়েছে দালাল ও ট্রাফিক পুলিশের উটকো ঝামেলা। উল্টো দিকে পদ্মা সেতু পারাপারেও গাড়ির টোল অনেক বেশি করা হয়েছে। বিষয়গুলো সরকারের নজরে আনা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত