Ajker Patrika

নগরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ২৭
নগরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর যুবদল।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়। এরপর সম্মিলিত একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এ সময় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে দলীয় কার্যালয়ের মূল ফটকের সামনে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে মহানগর যুবদলের সহসভাপতি রাজীব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সহসাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ প্রমুখ। এটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সালেক পাম্পের সামনে থেকে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে কার্যালয়ের আশপাশ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সিনিয়র সহসভাপতি রাকিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু প্রমুখ।

যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গতকাল মহানগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া বিএনপি কার্যালয়ের সামনে জলকামানের দুটি গাড়ি প্রস্তুত রাখা হয়।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে এর আগে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় রংপুর জেলা বিএনপি। এতে জেলা বিএনপির সহসভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রইচ আহমেদ স্বাক্ষর করেন। স্মারকলিপিতে অবিলম্বে মানবিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত