Ajker Patrika

স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করলেন গ্রামবাসী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ১৩
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করলেন গ্রামবাসী

বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছেন পেং-হাজারকী গ্রামবাসী। উপজেলার বুড়ইল ইউনিয়নের আলিয়ারপুকুর-তুলাশন রাস্তা থেকে পেং-হাজারকী মহাশ্মশান পর্যন্ত ১ হাজার ১৪৩ ফুট রাস্তা নির্মাণ করেন তাঁরা।

পেং-হাজারকী গ্রাম থেকে ভদ্রাবতী নদীর তীরে আছে পেং-হাজারকী মহাশ্মশান। এখানে যাওয়ার জন্য পেং-হাজারকী গ্রামের লোকজন অনেক দূর দিয়ে ঘুরে যেতেন।

তাই পেং-হাজারকী গ্রামবাসী আলিয়ারপুকুর-তুলাশন রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেন। অনেক বাধার মুখে ১৫ ডিসেম্বর উক্ত রাস্তা নির্মাণকাজ শুরু হয়। তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

স্থানীয় কয়েকজন রাস্তা নির্মাণকাজে বাধা সৃষ্টি করেছিলেন। সে কারণে গ্রামবাসী একত্র হয়ে রাত জেগে নতুন রাস্তাটি পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে রোববার দুপুরে কথা হয় জেল হোসেন ও পরিমল চন্দ্রের সঙ্গে। তাঁরা বলেন, এ রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে। এতে পেং-হাজারকী মহাশ্মশানে চলাচলে অনেক সুবিধা হবে। রাস্তাটি স্থায়ী রাখতে তাঁরা রাত জেগে পাহারা দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত