Ajker Patrika

অনুমোদনহীন কমিটির চার বছর পার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩৩
অনুমোদনহীন কমিটির চার বছর পার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু পরিষদের বর্তমান কমিটির কার্যক্রম চলছে অনুমোদন ছাড়া। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর হলেও ইতিমধ্যে চার বছর পার করেছে এই কমিটি। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজনও করেনি সংগঠনটি। সম্প্রতি এই কমিটির সদস্যদের বঙ্গবন্ধু পরিষদের নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ।

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির অনুমোদন নাই। আমরা কখনো অনুমোদন দিইনি। তাঁরা (কমিটির নেতারা) কয়েক বছর আগে আবেদন করেছিলেন। কিন্তু কমিটিতে এমন কিছু লোক ছিলেন, যাঁদের কমিটিতে থাকার কথা নয়। আমরা তাঁদের বলেছি, বঙ্গবন্ধু পরিষদের নাম ব্যবহার বা বঙ্গবন্ধু পরিষদের পক্ষে যাতে কোনো কর্মকাণ্ড পরিচালনা না করা হয়।’

আ ব ম ফারুক আরও বলেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে চবির সিনিয়র সদস্যদের সঙ্গে কথা বলে নতুন কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তৎকালীন সাধারণ সম্পাদক আমাদের কমিটির অনুমোদন দিয়েছিলেন। এই কমিটির কোনো মেয়াদ ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দুই বছর পর নতুন কমিটি করব। তবে করোনার কারণে আমরা তা পারিনি। এখন আমরা ১৫ জানুয়ারির মধ্যে নতুন কমিটি গঠন করব।’

তবে একই কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ উন নবীর দাবি, ‘মৌখিকভাবে আমাদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।’

জানা গেছে, ২০১৭ সালের ১৯ জুলাই অধ্যাপক ড. মো. রাশেদ উন নবীকে সভাপতি ও মোহাম্মদ মশিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।

ওই কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলেও তা অনুমোদন দেয়নি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত