Ajker Patrika

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২১: ০২
ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান প্রার্থী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু (৪৩)। তাঁর প্রতীক আনারস।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে এলাকায় ভোটারদের মধ্যে চমক সৃষ্টি করেছেন ঋতু। প্রতিদিন শত শত মানুষ তাঁর পক্ষে মিছিল-মিটিংসহ বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন। ওই ইউপিতে চেয়ারম্যান পদে আরও নির্বাচন করছেন নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা ও হাতপাখা প্রতীকের মাহবুবুর রহমান। তবে ভোটের মূল লড়াই হবে নজরুল ইসলাম ছানা ও নজরুল ইসলাম ঋতুর মধ্যে বলছেন ভোটাররা।

আরও জানা গেছে, ঋতু ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তাঁর আরও তিন ভাই ও তিন বোন রয়েছেন। তিন ভাই ঢাকাতে থাকেন এবং বোনেদের বিয়ে হয়ে গেছে। জন্মের পর ৫ বছর বয়সে তৃতীয় লিঙ্গ প্রকাশ পেলে গ্রাম ছেড়ে ঢাকাতে চলে যেতে বাধ্য হন ঋতু। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতা থাকায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানাতে তাঁর দলের গুরুমার কাছেই বেড়ে ওঠেন।

নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কি তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে দাঁড় করিয়েছেন। ভোটে জয়ী হলে জীবনের বাকিটা সময় নিজ গ্রামসহ ইউনিয়নবাসীর সেবা করে যাব।’

এর আগে উপজেলা নির্বাচনে পাশের উপজেলা কোটচাঁদপুরের পিংকি খাতুন নামের তৃতীয় লিঙ্গের নাগরিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে সারা দেশে সাড়া ফেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত