Ajker Patrika

হামলার প্রতিবাদে দেশজুড়ে হিন্দুধর্মাবলম্বীদের বিক্ষোভ-সমাবেশ

আজকের পত্রিকা ডেস্ক
হামলার প্রতিবাদে দেশজুড়ে হিন্দুধর্মাবলম্বীদের বিক্ষোভ-সমাবেশ

দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, মন্দিরের জায়গা দখল, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে বিভিন্ন জেলায় গতকাল রোববার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এসব কর্মসূচি থেকে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করাসহ আট দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো—সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি আইন প্রত্যর্পণ আইনের বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করা; সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি। 

খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সচেতন সনাতনী ছাত্র ও নাগরিক সমাজের আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সচেতন সনাতনী ছাত্রদের পক্ষে সৌরভ দত্ত, শুভ সরকার, মৌমিতা মালাকার প্রমুখ। 

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নিখিল দত্ত। 

টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ শেষে পুরাতন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বাইমহাটি পালপাড়া মন্দির প্রাঙ্গণে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সিলেটে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়। বক্তাদের মধ্যে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।

ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিক্ষোভ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের একপাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর শহরের লেকপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতন সম্প্রতি সংঘ, হিন্দুজোটসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে অংশ নেয়। 

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার দুর্গামন্দির থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তব্য দেন হেমন্ত কুমার সিংহ রায়, কিশোর কুমার আগরওয়ালা, বিউটি রানী কুন্ডু প্রমুখ। 

এছাড়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও উলিপুর,  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, পাবনা এবং দিনাজপুরের খানসামায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত