Ajker Patrika

সাত দিন পর খুলল তালা

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২: ৫৮
Thumbnail image

৭ মার্চ শিক্ষকসংকট ও সেশনজট নিরসন দাবিতে ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে গতকাল রোববার আন্দোলনের সপ্তম দিনে তালা খুলে দেন তাঁরা।

গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা বিভাগের সামনে তাঁদের দাবি নিয়ে পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। শিক্ষার্থীদের দাবির মুখে বিভাগের সামনে আলোচনায় বসেন তাঁরা। এ সময় কোষাধ্যক্ষ আশ্বাস দেন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কাজ সম্পন্ন হয়ে গেছে। ১৪ মার্চ উপাচার্যের স্বাক্ষর পেলে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরে বিভাগের তালা খুলে দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের সিদ্ধান্ত মেনে গতকাল একাডেমিক কাজের জন্য তালা খুলে দিয়েছি। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। আগামী মঙ্গলবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আবার বিভাগে তালা ঝুলিয়ে দেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা এবং তাঁদের আশ্বস্ত করেছে। ওই বিভাগে সেশনজট ও শিক্ষকসংকট, এটা সত্য। উপাচার্য বলছেন, আগামীকাল (সোমবার) ক্যাম্পাসে এসে ওই বিভাগের বিষয়ে পদক্ষেপ নেবেন।’

উল্লেখ্য, ৭ মার্চ থেকে দুই দফা দাবিতে আন্দোলনে নামেন বিভাগটির শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটির ৭টি ব্যাচ চলমান। অর্গানোগ্রাম অনুযায়ী বিভাগের শিক্ষক থাকার কথা ২০ জন। কিন্তু এর বিপরীতে শিক্ষক আছেন ১০ জন। তার মধ্যে পাঁচজন শিক্ষক ক্লাস নেন। বাকিরা শিক্ষা ছুটিতে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত