Ajker Patrika

আদমদীঘিতে এক রাতে দুই চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৪: ৩২
আদমদীঘিতে এক রাতে দুই চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক সাংবাদিকের কার্যালয় এবং এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতের কোনো এক সময় এই দুই জায়গায় চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি।

সাংবাদিক হাফিজার রহমান জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ও উপজেলা পরিষদের গেট-সংলগ্ন উপজেলা মসজিদ মার্কেটে একটি ঘর ভাড়া নিয়ে সাংবাদিকতার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। প্রতিদিনের মতো গত রোববার রাত ৮টায় পেশাগত দায়িত্ব পালন শেষে কার্যালয় বন্ধ করে বাড়িতে চলে যায়।

পরের দিন গতকাল সোমবার সকালে কার্যালয়ে এসে দেখে মেইন দরজার তালা কাটা। ভেতরে প্রবেশ করে দেখতে পান তাঁর কাজে ব্যবহৃত একটি কম্পিউটার ও ডিজিটাল ক্যামেরা চুরি হয়ে গেছে।

অন্যদিকে মেইন রোড-সংলগ্ন সিদ্দিকুর রহমান রড ও সিমেন্টের দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

একই রাতে সেই রড সিমেন্টের দোকানের জানালার গ্রিল কেটে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে টাকা চুরি হয়েছে। একই রাতে দুইটি চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত