নওগাঁ প্রতিনিধি
আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর পোরশায় প্রতীক পেয়ে ভোটের মাঠে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। পোস্টার, নির্বাচনী মাইকিং ও গানবাজনায় মুখর বরেন্দ্র অঞ্চলের এই জনপদ। ভোটাররা পছন্দের প্রার্থীদের প্রচারে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন।
জানা গেছে, প্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচনী প্রতীক পেয়েই গণসংযোগে মাঠে নেমেছেন প্রার্থীরা। ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে পোরশার ৬টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সরেজমিন বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। গণসংযোগ চালিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। গ্রামের পথঘাট পোস্টারে ছেয়ে গেছে এবং নির্বাচনী মাইকিং ও গানবাজনায় মুখর হয়ে উঠেছে। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সদস্য পদপ্রার্থী ও সংরক্ষিত নারী সদস্যরাও ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। গ্রামের সাধারণ মানুষেরা পছন্দের প্রার্থীদের প্রচারে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন।
পোরশা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে উপজেলার ৬ ইউপিতে চেয়ারম্যান পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন। তাঁরা হলেন নিতপুরে এনামুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাদেকুল ইসলাম (আনারস) ও সানাউল্লাহ মণ্ডল (মোটরসাইকেল) এবং আবু বক্কার সিদ্দিক (হাতপাখা)। তেঁতুলিয়ায় ফজলুল হক শাহ্ চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী মাহবুব শাহ্ (মোটরসাইকেল) ও মতিউর রহমান শাহ্ (আনারস) এবং মোত্তালেব শাহ্ (হাতপাখা)। ছাওড়ে মোস্তাফিজুর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম (আনারস) ও তুহিন আরা (টেবিল ফ্যান), স্বতন্ত্র প্রার্থী বুলবুল আলম (মোটরসাইকেল) ও সাথীনুর ইসলাম (ঘোড়া), আবুল কাশেম (হাতপাখা)। গাংগুরিয়ায় আনিসুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফেরদাউস আলম (আনারস) এবং মোজাম্মেল হক (হাতপাখা)। ঘাটনগরে বজলুর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী জালাল উদ্দিন সরকার (আনারস) ও আবুল কাশেম (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন বাবু (মোটরসাইকেল) এবং মোস্তাফিজুর রহমান (হাতপাখা)। মশিদপুরে হারুন অর রশিদ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাজাহান আলী (চশমা) ও সাইদুর রহমান (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বকুল (মোটরসাইকেল) এবং লুৎফর রহমান (হাতপাখা)।
প্রার্থীরা বলছেন, নিজেদের পছন্দের প্রতীক নিয়ে তাঁরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন। ভোটারদের খোঁজখবর নেওয়াসহ করছেন নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়। সেই সঙ্গে নিজেদের প্রার্থিতার কথা জানান দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
ছাওড় ইউনিয়নের ভোটার ইমরান হোসেন বলেন, সবখানে এখন নির্বাচনী হওয়া। শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চান তিনি। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
আরেক ভোটার অরুণ এক্কা বলেন, রাস্তাঘাটের উন্নয়নসহ অনেক কাজ বাকি আছে। যে প্রার্থী আপদে-বিপদে মানুষের পাশে থেকেছেন, তাঁকেই ভোট দেব। প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টারে ছেয়ে গেয়ে পুরো এলাকা।
এদিকে উপজেলার ৬টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত এমনটাই আশা ক্ষমতাসীন দলের। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরাও।
পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, প্রার্থীরা এখন প্রচার চালাতে ব্যস্ত সময় পার করছেন। এখানে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেগুলো এখনো চিহ্নিত করা হয়নি। দ্রুতই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে জানিয়ে দেওয়া হবে।
তোজাম্মেল হক আরও বলেন, এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ২ হাজার ৪৩৫ জন। তাঁদের মধ্যে ৫০ হাজার ৮৫০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন।
আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর পোরশায় প্রতীক পেয়ে ভোটের মাঠে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। পোস্টার, নির্বাচনী মাইকিং ও গানবাজনায় মুখর বরেন্দ্র অঞ্চলের এই জনপদ। ভোটাররা পছন্দের প্রার্থীদের প্রচারে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন।
জানা গেছে, প্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচনী প্রতীক পেয়েই গণসংযোগে মাঠে নেমেছেন প্রার্থীরা। ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে পোরশার ৬টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সরেজমিন বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। গণসংযোগ চালিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। গ্রামের পথঘাট পোস্টারে ছেয়ে গেছে এবং নির্বাচনী মাইকিং ও গানবাজনায় মুখর হয়ে উঠেছে। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সদস্য পদপ্রার্থী ও সংরক্ষিত নারী সদস্যরাও ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। গ্রামের সাধারণ মানুষেরা পছন্দের প্রার্থীদের প্রচারে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন।
পোরশা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে উপজেলার ৬ ইউপিতে চেয়ারম্যান পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন। তাঁরা হলেন নিতপুরে এনামুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাদেকুল ইসলাম (আনারস) ও সানাউল্লাহ মণ্ডল (মোটরসাইকেল) এবং আবু বক্কার সিদ্দিক (হাতপাখা)। তেঁতুলিয়ায় ফজলুল হক শাহ্ চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী মাহবুব শাহ্ (মোটরসাইকেল) ও মতিউর রহমান শাহ্ (আনারস) এবং মোত্তালেব শাহ্ (হাতপাখা)। ছাওড়ে মোস্তাফিজুর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম (আনারস) ও তুহিন আরা (টেবিল ফ্যান), স্বতন্ত্র প্রার্থী বুলবুল আলম (মোটরসাইকেল) ও সাথীনুর ইসলাম (ঘোড়া), আবুল কাশেম (হাতপাখা)। গাংগুরিয়ায় আনিসুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফেরদাউস আলম (আনারস) এবং মোজাম্মেল হক (হাতপাখা)। ঘাটনগরে বজলুর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী জালাল উদ্দিন সরকার (আনারস) ও আবুল কাশেম (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন বাবু (মোটরসাইকেল) এবং মোস্তাফিজুর রহমান (হাতপাখা)। মশিদপুরে হারুন অর রশিদ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাজাহান আলী (চশমা) ও সাইদুর রহমান (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বকুল (মোটরসাইকেল) এবং লুৎফর রহমান (হাতপাখা)।
প্রার্থীরা বলছেন, নিজেদের পছন্দের প্রতীক নিয়ে তাঁরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন। ভোটারদের খোঁজখবর নেওয়াসহ করছেন নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়। সেই সঙ্গে নিজেদের প্রার্থিতার কথা জানান দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
ছাওড় ইউনিয়নের ভোটার ইমরান হোসেন বলেন, সবখানে এখন নির্বাচনী হওয়া। শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চান তিনি। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
আরেক ভোটার অরুণ এক্কা বলেন, রাস্তাঘাটের উন্নয়নসহ অনেক কাজ বাকি আছে। যে প্রার্থী আপদে-বিপদে মানুষের পাশে থেকেছেন, তাঁকেই ভোট দেব। প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টারে ছেয়ে গেয়ে পুরো এলাকা।
এদিকে উপজেলার ৬টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত এমনটাই আশা ক্ষমতাসীন দলের। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরাও।
পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, প্রার্থীরা এখন প্রচার চালাতে ব্যস্ত সময় পার করছেন। এখানে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেগুলো এখনো চিহ্নিত করা হয়নি। দ্রুতই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে জানিয়ে দেওয়া হবে।
তোজাম্মেল হক আরও বলেন, এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ২ হাজার ৪৩৫ জন। তাঁদের মধ্যে ৫০ হাজার ৮৫০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫