টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকা নিতে অনাগ্রহ দেখা গেলেও বর্তমানে আগ্রহ বেড়েছে। ফলে টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য স্থানীয় বিভাগ।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট জনসংখ্যার ৭০ দশমিক ৮ শতাংশ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট জনসংখ্যা রয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ লাখ ১৭ হাজার ৯৬৮ জনকে। শতকরা হিসেবে ৭০ দশমিক ৮ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৯১ হাজার ৭৮৩ জনকে। শতকরা হিসেবে ৫৩ দশমিক ৮ ভাগ। অপরদিকে ১ লাখ ২৩ হাজার ৫৫১ জনকে বুস্টারডোজ দেওয়া হয়েছে।
জানা গেছে জেলায় চার ধরনের টিকা দেওয়া হয়েছে। সেগুলো হলো সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং কোভিশিল্ড। প্রতিদিন সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ৭০ শতাংশ মানুষকে ইতিমধ্যে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। এখন আমরা দ্বিতীয় ডোজের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সম্ভব হবে তা।’
এই কর্মকর্তা আরও বলেন, সবাই টিকা নিলে করোনার সংক্রমণ একেবারেই কমে আসবে। যারা এখনো টিকা নেননি তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানান। মানুষের অংশ গ্রহণ এবং সকলের সহযোগীয় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম চলছে। এ ছাড়া যারা গণ টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় ৪৮টি নমুনা পরীক্ষা করে একজনের জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৮ জন। তবে এ সময় নতুন করে করোনায় মারা যাননি কেউ। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৮ জন। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আরও জানা গেছে, টাঙ্গাইল সদরে মোট জনসংখ্যা ৬ লাখ ২০ হাজার ৩০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ১৫৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৯৯ জন। বাসাইলে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৮ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৮৩ জন। ভূঞাপুরে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫ জন। দেলদুয়ারে প্রথম ডোজ পেয়েছে ১ লাখ ৬০ হাজার ১৯১ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৪৯ জন। ধনবাড়ীতে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২১ হাজার ১৪ জনকে। ঘাটাইলে প্রথম ডোজ পেয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৫৮৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৪ জন। গোপালপুরে প্রথম ডোজ পেয়েছেন।
টাঙ্গাইলে শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকা নিতে অনাগ্রহ দেখা গেলেও বর্তমানে আগ্রহ বেড়েছে। ফলে টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য স্থানীয় বিভাগ।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট জনসংখ্যার ৭০ দশমিক ৮ শতাংশ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট জনসংখ্যা রয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ লাখ ১৭ হাজার ৯৬৮ জনকে। শতকরা হিসেবে ৭০ দশমিক ৮ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৯১ হাজার ৭৮৩ জনকে। শতকরা হিসেবে ৫৩ দশমিক ৮ ভাগ। অপরদিকে ১ লাখ ২৩ হাজার ৫৫১ জনকে বুস্টারডোজ দেওয়া হয়েছে।
জানা গেছে জেলায় চার ধরনের টিকা দেওয়া হয়েছে। সেগুলো হলো সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং কোভিশিল্ড। প্রতিদিন সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ৭০ শতাংশ মানুষকে ইতিমধ্যে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। এখন আমরা দ্বিতীয় ডোজের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সম্ভব হবে তা।’
এই কর্মকর্তা আরও বলেন, সবাই টিকা নিলে করোনার সংক্রমণ একেবারেই কমে আসবে। যারা এখনো টিকা নেননি তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানান। মানুষের অংশ গ্রহণ এবং সকলের সহযোগীয় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম চলছে। এ ছাড়া যারা গণ টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় ৪৮টি নমুনা পরীক্ষা করে একজনের জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৮ জন। তবে এ সময় নতুন করে করোনায় মারা যাননি কেউ। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৮ জন। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আরও জানা গেছে, টাঙ্গাইল সদরে মোট জনসংখ্যা ৬ লাখ ২০ হাজার ৩০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ১৫৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৯৯ জন। বাসাইলে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৮ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৮৩ জন। ভূঞাপুরে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫ জন। দেলদুয়ারে প্রথম ডোজ পেয়েছে ১ লাখ ৬০ হাজার ১৯১ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৪৯ জন। ধনবাড়ীতে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২১ হাজার ১৪ জনকে। ঘাটাইলে প্রথম ডোজ পেয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৫৮৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৪ জন। গোপালপুরে প্রথম ডোজ পেয়েছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪