Ajker Patrika

এবার কী রােমাঞ্চ থাকছে ওল্ড ট্রাফোর্ডে

ক্রীড়া ডেস্ক
এবার কী রােমাঞ্চ থাকছে ওল্ড ট্রাফোর্ডে

হেডিংলি টেস্টে পিঠে অস্বস্তি নিয়ে বল করতে হয়েছে ওলি রবিনসনকে। তবে চোট এমন পর্যায়ে পৌঁছায়, ইংলিশ পেসারের হাতে তৃতীয় ইনিংসে আর বল তুলে দেননি অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে যে ১১ ওভার বোলিং করেছেন, ছিলেন উইকেটশূন্য। লর্ডস টেস্টের আগুনের ছিটেফোঁটাও দেখাতে পারেননি হেডিংলি টেস্টে। তবে নিজেদের বেশ ‘পয়া’ হয়ে ওঠা এ মাঠেই অ্যাশেজ বাঁচিয়েছে ইংল্যান্ড। 
প্রথম দুই টেস্টে রোমাঞ্চ জাগানো হারের পর হেডিংলিতে প্রাণ বাঁচানো স্টোকসদের চোখ এখন সিরিজে সমতায় ফেরার দিকে। কারণটা অনুমেয়। আজ থেকে শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্টে হার মানে এক ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার হাতে অ্যাশেজ তুলে দেওয়া। আর ইংল্যান্ডের মাঠে তাদের উদ্ভাবিত ‘বাজবলের’ এপিটাফ লিখে সোল্লাসে অজিদের ঘরে ফেরা।

তবে উজ্জীবিত ইংল্যান্ডের সামনে কাজটা বেশ কঠিনই হবে সফরকারীদের। বিশেষ করে দলে ফেরা জেমস অ্যান্ডারসনকে সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে দুই অজি ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে। নতুন বলে ‘সুইং মাস্টার’ কেমন ভয়ংকর, সেটি কারও অজানা নয়। ম্যানচেস্টারে জিমির পরিসংখ্যানই সেটার সাক্ষ্য দেয়। এ মাঠে ২০ টেস্টে ৩৭ উইকেট তাঁর। প্রথম দুই টেস্টে অবশ্য খুব বেশি নিজের নামের সুবিচার করতে পারেননি। শতভাগ ফিট নন রবিনসন আর টেস্টটা ওল্ড ট্র্যাফোর্ডে বলেই অ্যান্ডারসনের ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন ইংল্যান্ডের নির্বাচকেরা।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে ১০ দিন বিশ্রাম পেয়েছে দুই দল। তবে তাতেও লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোর সেই রানআউট বিতর্ক থামেনি। ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে সেটা আবার মনে করিয়ে দিলেন নাথান লায়ন। অজি স্পিনার জানিয়েছেন, দ্বিতীয় টেস্টের শেষ দিনে বেয়ারস্টোর বিতর্কিত স্ট্যাম্পিংয়ে মধ্যাহ্নভোজের সময় তপ্ত হয়ে ওঠেছিল খেলোয়াড়দের খাবার কক্ষও।

হেডিংলি টেস্টে স্বরূপে দেখা যায়নি স্টিভেন স্মিথকে। তবে অজি ব্যাটারের এই হাসি দেখে কে বলবে, রান নিয়ে চিন্তিত তিনিপ্রথম দুই টেস্ট হারায় বাজবল নিয়ে কম সমালোচনা হয়নি। তবে নিজেদের চিন্তা থেকে সরে আসেনি ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে আরও বেশি আক্রমণাত্মক খেলার পক্ষে স্টোকস। ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘সিরিজ জিততে এবং এই ম্যাচ জিততে আমরা মরিয়া।’

আগের তিন টেস্টে ব্যর্থ হয়েছেন ডেডিভ ওয়ার্নার। অজি ওপেনারকে বাদ দেওয়ার কথা উঠেছিল। তবে এই বাঁহাতি ব্যাটারের ওপরে আস্থা রাখছেন প্যাট কামিন্স। ওয়ার্নারকে সবুজ সংকেত দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি সে ভালো করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত