Ajker Patrika

সরাইলে ৯ ইউপির ৭টিতে হার আ.লীগের

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
সরাইলে ৯ ইউপির ৭টিতে হার আ.লীগের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ৯টি ইউপির মধ্যে মাত্র ২টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় লাভ করেছেন। বাকি ৭ ইউপির মধ্যে ৬ টিতে স্বতন্ত্র প্রার্থী ও ১ টিতে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ হয়। তৃতীয় ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।

এ ছাড়া বিজয়ী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪ জন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ৩ জন, জাতীয় পার্টির সমর্থক ১ জন ও জাতীয় পার্টির প্রার্থী ১ জন।

স্বতন্ত্র ও জাতীয় পার্টি হিসেবে যে ৭ জন বিজয়ী প্রার্থীরা হলেন উপজেলার অরুয়াইল ইউপিতে মোশাররফ হোসেন ভূঁইয়া (লাঙ্গল), পাকশিমুলে কাউছার হোসেন (আনারস),

চুন্টায় হুমায়ুন কবির (আনারস), কালিকচ্ছতে সায়েদ হোসেন (মোটরসাইকেল), সরাইল সদরে আব্দুল জব্বার (মোটরসাইকেল), পানিশ্বরে মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল) ও নোয়াগাঁওয়ে মনসুর আহমেদ (চশমা)।

আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলার শাহবাজপুর ইউপিতর খায়রুল হুদা চৌধুরী ও শাহজাদাপুর ইউপিতে মোসাম্মদ আসমা আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত