Ajker Patrika

মৌলিক গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

প্রতিনিধি, ঢাবি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ১১
মৌলিক গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল ক্যাম্পাসে র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শতবর্ষের লোগোযুক্ত টি-শার্ট পরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অংশ নিয়েছেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

গতকাল রোববার সকাল ১০টায় প্রতিটি আবাসিক হল থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অপরাজেয় বাংলার সামনে সমবেত হন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের নেতৃত্বে কলাভবনের সামনে থেকে শুরু হয় র‍্যালি। র‍্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে বাংলাদেশের জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান এবং বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের মাধ্যমে কিছুক্ষণ অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমরা আশা করি সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছ্বাস ও মানবিকতার বিকাশ ঘটাবে। আর এটি হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র উপজীব্য এবং শক্তি।’ একই সঙ্গে মৌলিক গবেষণার ওপর গুরুত্বারোপ করে জাতির প্রত্যাশা পূরণে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। উপাচার্য বলেন, ‘আমরা শতবর্ষ উদ্‌যাপন করছি এবং পরবর্তী শতবর্ষ উদ্‌যাপনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করব। আমরা গুরুত্বারোপ করব মৌলিক গবেষণা এবং উদ্ভাবনী শক্তির ওপর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত