কুমিল্লা প্রতিনিধি
অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান ও মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয় লিগ্যাল এইড। আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তিতে মামলার জট কমছে কুমিল্লায়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রমে কমে আসছে মামলার সংখ্যাও।
কুমিল্লা লিগ্যাল এইড কমিটি সূত্রে জানা যায়, বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে আবেদন করা হয়েছে ৩৬৫টি মামলার। ২০২০ সালে আবেদন করা হয়েছে ২৯৫ টি, ২০২১ সালে ১৭৫টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ৬৭টি পারিবারিক মামলা। এর মধ্যে ২০১৯ সালে সমাধান হয়েছে ১৬৭ টি, ২০২০ সালে ১০০ টি, ২০২১ সালে ৫০টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ১৮টি পারিবারিক মামলা।
লিগ্যাল এইডের জেলা কার্যালয়ে ২০১৯ সালে আইনি পরামর্শ গ্রহণ করেন ৯৭১ জন, ২০২০ সালে ৮৩৫ জন, ২০২১ সালে ৫১২ জন, ২০২২ সালের মার্চ পর্যন্ত তিন মাসে ১৫৬ জন। গেল ৩ বছর তিন মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পারিবারিক, ফৌজদারি ও দেওয়ানি মামলাসহ মোট ১ হাজার ২৬০টি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে সমাধান করা হয়েছে ২৯৫টি মামলা।
জানা গেছে, লিগ্যাল এইড কুমিল্লায় ২০১৪ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নারী ও পুরুষ মিলে ৪ হাজার ৪৩৩ জন আইনি পরামর্শ গ্রহণ করেছেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন করা হয়েছে ১ হাজার ৮৯৩ টি। এর মধ্যে ৪৮৯টি সমাধান হয়েছে। ১ হাজার ৭৬টি মামলা নথিজাত করা হয়েছে। এসব মামলায় আইনজীবী নিয়োগ হয়েছে ৬ হাজার ৯৩৩ জন। এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ২০১৬ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকা ক্ষতিগ্রস্তদের আদায় করে দেওয়া হয়।
লিগ্যাল এইডের আইনজীবী মো. হারুনুর রশিদ বলেন, ‘ছোটখাটো অনেক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হয়ে আদালত পর্যন্ত গড়ায়। তা ছাড়া জমি সংক্রান্ত বিরোধও আছে। এসব মামলায় আমরা দুপক্ষকেই নোটিশ দিয়ে ডেকে আনি। তাঁদের উপস্থিতিতে আলোচনা করে বুঝিয়ে সহজ সমাধানের চেষ্টা করি।’
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ এফ এম শেফায়েত ছালাম আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড, কুমিল্লা। তৃণমূল পর্যায়ে সরকারের জনকল্যাণমূলক আইনি সেবা পৌঁছে দিতে, আইনি সহায়তা সহজীকরণ করতে লিগ্যাল এইডের জেলা কমিটির পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন এইড কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা কার্যালয়ে না এসেও মানুষ নিজ এলাকায় সেবা পাচ্ছেন। অনেক বিরোধ সেখানেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে। ফলে বিরোধ নিষ্পত্তিসহ মামলা জট কমে আসছে।’
‘বিনা খরচে নিন আইনি সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’-স্লোগানে আজ বৃহস্পতিবার কুমিল্লায় পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে জেলা আদালত প্রাঙ্গণে আলোচনা সভা ও আইনজীবীদের পুরস্কার দেওয়া হবে। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা এফ এম শেফায়েত ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ।
অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান ও মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয় লিগ্যাল এইড। আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তিতে মামলার জট কমছে কুমিল্লায়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রমে কমে আসছে মামলার সংখ্যাও।
কুমিল্লা লিগ্যাল এইড কমিটি সূত্রে জানা যায়, বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে আবেদন করা হয়েছে ৩৬৫টি মামলার। ২০২০ সালে আবেদন করা হয়েছে ২৯৫ টি, ২০২১ সালে ১৭৫টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ৬৭টি পারিবারিক মামলা। এর মধ্যে ২০১৯ সালে সমাধান হয়েছে ১৬৭ টি, ২০২০ সালে ১০০ টি, ২০২১ সালে ৫০টি ও ২০২২ সালের মার্চ পর্যন্ত ১৮টি পারিবারিক মামলা।
লিগ্যাল এইডের জেলা কার্যালয়ে ২০১৯ সালে আইনি পরামর্শ গ্রহণ করেন ৯৭১ জন, ২০২০ সালে ৮৩৫ জন, ২০২১ সালে ৫১২ জন, ২০২২ সালের মার্চ পর্যন্ত তিন মাসে ১৫৬ জন। গেল ৩ বছর তিন মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পারিবারিক, ফৌজদারি ও দেওয়ানি মামলাসহ মোট ১ হাজার ২৬০টি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে সমাধান করা হয়েছে ২৯৫টি মামলা।
জানা গেছে, লিগ্যাল এইড কুমিল্লায় ২০১৪ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নারী ও পুরুষ মিলে ৪ হাজার ৪৩৩ জন আইনি পরামর্শ গ্রহণ করেছেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন করা হয়েছে ১ হাজার ৮৯৩ টি। এর মধ্যে ৪৮৯টি সমাধান হয়েছে। ১ হাজার ৭৬টি মামলা নথিজাত করা হয়েছে। এসব মামলায় আইনজীবী নিয়োগ হয়েছে ৬ হাজার ৯৩৩ জন। এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ২০১৬ সাল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকা ক্ষতিগ্রস্তদের আদায় করে দেওয়া হয়।
লিগ্যাল এইডের আইনজীবী মো. হারুনুর রশিদ বলেন, ‘ছোটখাটো অনেক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হয়ে আদালত পর্যন্ত গড়ায়। তা ছাড়া জমি সংক্রান্ত বিরোধও আছে। এসব মামলায় আমরা দুপক্ষকেই নোটিশ দিয়ে ডেকে আনি। তাঁদের উপস্থিতিতে আলোচনা করে বুঝিয়ে সহজ সমাধানের চেষ্টা করি।’
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ এফ এম শেফায়েত ছালাম আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড, কুমিল্লা। তৃণমূল পর্যায়ে সরকারের জনকল্যাণমূলক আইনি সেবা পৌঁছে দিতে, আইনি সহায়তা সহজীকরণ করতে লিগ্যাল এইডের জেলা কমিটির পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন এইড কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা কার্যালয়ে না এসেও মানুষ নিজ এলাকায় সেবা পাচ্ছেন। অনেক বিরোধ সেখানেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে। ফলে বিরোধ নিষ্পত্তিসহ মামলা জট কমে আসছে।’
‘বিনা খরচে নিন আইনি সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’-স্লোগানে আজ বৃহস্পতিবার কুমিল্লায় পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে জেলা আদালত প্রাঙ্গণে আলোচনা সভা ও আইনজীবীদের পুরস্কার দেওয়া হবে। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা এফ এম শেফায়েত ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫