Ajker Patrika

ঝিনাইদহের বিস্ময় বালক সাদ

ঝিনাইদহ ও কালীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২০: ৫৯
ঝিনাইদহের বিস্ময় বালক সাদ

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিস্ময় বালকের সন্ধান পাওয়া গেছে। তার বয়স মাত্র সাড়ে সাত বছর। নাম সামিউন আলিম সাদ।

এতটুকু বয়সেই সাদ নিমেষেই করতে পারে অ্যালজেব্রা ও জ্যামিতির মতো বিষয়ের জটিল সব সমস্যার সমাধান। ইংরেজিতে বলে দিতে পারে পৃথিবীর মানচিত্রে থাকা সব দেশের বিভিন্ন স্থান, পাহাড়, পর্বত আর সাগর-মহাসাগরের অবস্থান। পৃথিবীর গঠন প্রকৃতি, ভূমিকম্প ও আগ্নেয়গিরির বর্ণনা করতে পারে বিশেজ্ঞের মতো। চোখের পলকে আঁকতে পারে পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র। মহাকাশের সব গ্রহ উপগ্রহ আর নক্ষত্রের নাম অবস্থান আর দূরত্ব তার আয়ত্তে। ইংরেজি বলতে পারে ব্রিটিশ কিংবা আমেরিকানদের মতো। তার স্বপ্ন, বড় হয়ে একজন বিজ্ঞানী, গণিতবিদ অথবা মহাকাশ বিজ্ঞানী হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ কালীগঞ্জ উপজেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী এএইচএম আলীমের ছোট ছেলে। মা আয়েশা আক্তার চার্লি কলেজের অধ্যাপক।

সামিউনের বাবা আব্দুল আলিম বলেন, ‘আমার বড় মেয়ে প্রমি গৃহ শিক্ষকের কাছে ইংরেজি পড়ত। তখন সামিউনের বয়স তিন থেকে সাড়ে তিন বছর হবে। ওই সময় সে ইংরেজি বই পড়তে চাইতো। আমি ওকে ইংরেজি অক্ষর শেখা একটি অ্যাপ আমার মোবাইলে ডাউনলোড করে দিই। তখন থেকে সাদ মোবাইল থেকে ইংরেজি ও আরবি ভাষা শিখতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই সাদ সবাইকে অবাক করে শুদ্ধ উচ্চারণে ইংরেজি পড়া শিখে যায়। চার থেকে পাঁচ বছর বয়সেই ওর বোনের গণিত বই থেকে যে কোনো জটিল অ্যালজেব্রা ও জ্যামিতির সমাধান করে দিয়ে সবাইকে অবাক করে দেয়।’

সামিউনের মা আয়েশা আক্তার চার্লি বলেন, ‘প্রথম শ্রেণিতে ভর্তি করার পর স্কুল থেকে বই দেয়। বই পাওয়ার তিন দিন পর সামিউন বলে ওর বাবাকে বলে সে সবগুলো বই মুখস্থ করে ফেলেছে। প্রথমে ওর কথার গুরুত্ব দিইনি। পরে একদিন পরীক্ষা করে দেখি আসলেই সে সব বই মুখস্থ করে ফেলেছে। এরপর মাত্র দেড় বছরের মধ্যে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণির সব বই পড়ে শেষ করে ফেলে। ওর বেশি আগ্রহ ভূগোল, গণিত ও জ্যামিতি, মহাকাশ, পদার্থ বিজ্ঞান এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বিকাশ ও কার্যপ্রণালী নিয়ে।

স্থানীয় মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘শিশু সাদ অসাধারণ প্রতিভার অধিকারী। আমি ওর সঙ্গে কথা বলেছি। সে ক্লাস নাইনের বীজগণিত এবং জ্যামিতির সমাধান খুব সহজেই করতে পারে। এমন শিশুকে যত্ন নিলে দেশের মূল্যবান সম্পদে পরিণত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত