Ajker Patrika

প্রতিবন্ধীকে মারধর, চার দিন পর থানায় অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩১
প্রতিবন্ধীকে মারধর, চার দিন পর থানায় অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে মারধরে আহত হয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন প্রতিবন্ধী হরিচান রায় (২৫)। গত ২৮ জানুয়ারি বেলা ১১টায় প্রতিপক্ষ দুই যুবক তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন বলে অভিযোগ। বুদ্ধিপ্রতিবন্ধী হরিচাঁন রায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মধু রায়ের ছেলে। এ ঘটনার চার দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে আহত হরিচাঁন রায়ের বাবা মধু রায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবন্ধী হরিচাঁন রায়ের বাবা মধু রায় বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মনিমোহন রায়ের ছেলে স্বপন রায় ও তপন রায় ২৮ জানুয়ারি তাঁর বাড়িতে ঢুকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে হরিচাঁন রায়কে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ঠেকাতে গেলে তাঁর স্ত্রী মরনী রায়কেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা হরিচাঁনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত তপন রায় সব অভিযোগ অস্বীকার করে বলেন, হরিচাঁন তাঁদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করছিলেন। বাধা দেওয়ায় হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে তাঁর মাথা ফেটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানিয়া অধিকারী বলেন, হরিচাঁন রায় পাঁচ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর মাথায় চারটি সেলাই লেগেছে।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, লিখিত অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত