Ajker Patrika

জুতার ভেতর ২০টি স্বর্ণের বার, আটক ১

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
জুতার ভেতর ২০টি স্বর্ণের বার, আটক ১

চান্দিনায় ২০টি স্বর্ণের বারসহ মাহমুদুল হক (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রারিরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি জুতার ভেতর লুকিয়ে বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার হওয়া বারের ওজন ২ কেজি ৩ ৩০ পয়েন্ট বা ২০০ ভরি। এর বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

আটক মাহমুদুল হক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোট বারকোনা গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানা-পুলিশের উপপরিদর্শক নোমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় সন্দেহবশত চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের গতিরোধ করা হয়। এতে সঙ্গে সঙ্গেই বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন মাহমুদুল হক। পরে তাঁর দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘১০টি করে স্বর্ণের বার বিশেষ কৌশলে অবলম্বন করে জুতার ভেতরে করে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাঁকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত