Ajker Patrika

৬২টি জাল নোটসহ দুই কিশোর আটক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৪২
৬২টি জাল নোটসহ   দুই কিশোর আটক

চুয়াডাঙ্গার জীবননগর শহরে জাল টাকা লেনদেন করার সময় ৬২টি জাল নোটসহ দুই কিশোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গত বুধবার রাত আটটার দিকে শহরের বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আটক কিশোরেরা হলেন– ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জোঁকা গ্রামের ইমন (১৬) ও হাবাসপুর গ্রামের মেহেদী (১৫)। তাদের নিকট থেকে একই সিরিয়াল নম্বরের ৬২টি ৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম হোসেন বলেন, ‘ইমন ও মেহেদী জীবননগর বাসস্ট্যান্ড এলাকার দোকানিদের নিকট জাল নোট সরবরাহ করার সময় স্থানীয় লোকজন তাদের পুলিশে দেয়।’

আটকের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ডিউটি অফিসার এসআই আমির হোসেন বলেন, ‘আটকদের নামে মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত