Ajker Patrika

কালিয়াকৈরে নৌকার প্রার্থীকে হত্যার হুমকি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
কালিয়াকৈরে নৌকার প্রার্থীকে হত্যার হুমকি

গাজীপুরের কালিয়াকৈরে নির্বাচনে আটাবহ ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী কে এম ইব্রাহীম খালিদকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার তাঁকে এ হুমকি দেন তাঁর প্রতিদ্বন্দ্বী, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এম এ আলীমের মেয়ে আতিকা আক্তার (২৫)। এ ঘটনায় কে এম ইব্রাহীম খালিদ কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার রাতে উপজেলার আটাবহ ইউনিয়নের গোসাত্রা এলাকায় কে এম ইব্রাহীম ও এম এ আলীমের লোকজনের মধ্যে পোস্টার লাগানো নিয়ে মারধরের ঘটনা ঘটে। পরে ওই রাতেই আতিকা নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনকারী ফয়সাল আহমেদের স্ত্রী আফরোজা দেওয়ান অ্যানির মোবাইল ফোন কল দিয়ে ইব্রাহীমকে হত্যার হুমকি দেন।

আতিকার দেওয়া হুমকির ৫ মিনিট ৩০ সেকেন্ডের একটি ফোনালাপ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অ্যানিকে ফোনে আতিকা বলেন, ‘২৮ তারিখ নির্বাচনে আমরাই বিজয়ী হব। তারপর নৌকা প্রার্থী ইব্রাহীমসহ তাঁর অন্যান্য লোকজনদের মারধর এবং খুন করে ফেলব। রাস্তা-ঘাটে যদি গুলি করেও হত্যা করি তাহলেও আমাদের কিছু হবে না। কেউ আমাদের কিছু করতে পারবে না।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত