Ajker Patrika

অনলাইনে আয়ের প্রলোভন ‘সিলেজ’র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ৫০
অনলাইনে আয়ের প্রলোভন ‘সিলেজ’র

অনলাইনে আয়ের লোভ দেখিয়ে গ্রাহকের শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিলেজ সাইট নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্ল্যাটফর্মের মূল হোতাদের আটক ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, তৌফিক হাসান প্রতীক নামের এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সিলেজ সাইট নামের একটি অ্যাপসের প্রচার করেন। এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে টাকা আয় করা যাবে বলে প্রলোভন দেখান তিনি। ভুক্তভোগীরা বলেন, মূলত বাংলাদেশে বসেই সিলেজ সাইট নিয়ন্ত্রণ করতেন তৌফিকুল হাসান প্রতীক। কিন্তু একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তিনি গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেন।

মোহাম্মদ আসিফ নামের এক ভুক্তভোগী জানান, প্রায় তিন মাস সিলেজ সাইটের প্রতারক চক্র সদস্য সংগ্রহ করে। অনেকেই সেখান থেকে কিছু টাকা ইনকামও করেন। এভাবে বিশ্বাসযোগ্যতা অর্জনের পর ওই অনলাইন আর্নিং অ্যাপসে সদস্যসংখ্যা অনেক বেশি হলে হঠাৎ ২৭ জুন তাদের কার্যক্রম পরিবর্তন করে। সেদিন থেকে পণ্য কিনে টাকা বিনিয়োগ করতে বলা হয়। তাদের কথায় বিশ্বাস করে সদস্যরা নগদ অ্যাকাউন্ট ও ইসলামী ব্যাংকের চুকনগর শাখা অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠান

ভুক্তভোগীরা বলেন, টাকা পাঠানোর ১৫ দিন পরে পণ্য পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় এক মাসেও কোনো পণ্য হাতে আসেনি। শিমুল আহমেদ নামের একজন গ্রাহক বলেন, দু-একজন পণ্য পাওয়ার কথা বলছে, তবে তারা প্রত্যেকেই সিলেজের দালাল। প্রায় এক মাস ধরে পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার নাটক করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত