Ajker Patrika

সহিংসতা এড়াতে দুই ইউনিয়নে সিসি ক্যামেরা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৫৯
সহিংসতা এড়াতে দুই ইউনিয়নে সিসি ক্যামেরা

কাউখালীতে ৩য় ধাপে দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। নির্বাচনের দিন নিরাপত্তা নিয়ে অনেকেই শঙ্কিত।

গতকাল মঙ্গলবার ইউনিয়ন দুটির গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা করেছেন পুলিশ প্রশাসন।

উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে এবং ৪ নম্বর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞার স্ত্রী বর্তমান চেয়ারম্যান এলিজা সাইদ জাতীয় পাট্টির জেপি মনোনিত বাই সাইকেল মার্কা প্রতীক নিয়ে লড়াই করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ। তিনি অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করে ভোট জোর পূর্বক আদায় করার চেষ্টা করছে। এ নিয়ে সংঘর্ষ এবং উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার বিকেলে এলাকাবাসী পোলেরহাট এলাকায় তাঁর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে বলে দাবি পুলিশের। অপর দিকে ৪ নম্বর চিরাপাড়া ইউনিয়নে সাইকেল মার্কা ও নৌকা মার্কার প্রার্থীদের সমর্থকদের মধ্যে গত শনিবার রাতে এক রক্তক্ষয়ই সংঘর্ষ হয়। এতে কমপক্ষে নৌকা মার্কার প্রার্থী মাহাম্মুদ খান খোকনের ভাইসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়। এ নিয়ে এলাকায় ভোটাররা ভোট নিয়ে শঙ্কিত রয়েছেন। দিন যতই যাচ্ছে ততই এলাকা উত্তেজনা বিরাজ করছে।

কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন বলেন, ‘ভোটাররা নিরাপত্তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে অভিযোগ উঠলে বরিশাল পুলিশের ডিআইজি এসএম আখতারুজ্জামানের উদ্যোগে থানার গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। দুই ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করার ঘোষণা দিয়েছে পুলিশ ও প্রশাসন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত