Ajker Patrika

গৌরীপুরে সুজনের কমিটি

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ২০
গৌরীপুরে সুজনের কমিটি

গৌরীপুরে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বিকেলে স্থানীয় উদীচী ভবনে ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে প্রকৌশলী রিয়াজুল হাসনাতকে সভাপতি ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তসলিমকে সম্পাদক করা হয়।

এর আগে রিয়াজুল হাসনাতের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সাখাওয়াত হোসেন তসলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুজনের ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, মহানগর সুজন সভাপতি শিব্বির আহমেদ লিটন, বিভাগীয় সুজন সমন্বয়কারী জয়ন্ত কর, জেলা সুজন সমন্বয়কারী নাজমুল হোসেন, সদর উপজেলা সুজন সভাপতি এম এ কদ্দুস ও ঈশ্বরগঞ্জ উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, কমিউনিস্ট পার্টির গৌরীপুরের সাধারণ সম্পাদক হারুন আল বারী, উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, অধ্যাপক তোফাজ্জল হোসেন হেলিম, উদীচী সভাপতি মাজহারুল ইসলাম পলাশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত