Ajker Patrika

ফরিদগঞ্জে আ.লীগের ২২ বিদ্রোহীকে বহিষ্কার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৩
ফরিদগঞ্জে আ.লীগের ২২ বিদ্রোহীকে বহিষ্কার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গত শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলালের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বহিষ্কার নেতাকর্মীরা হলেন বালিথুবা পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামালীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা হাজী আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মজনু বেপারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অহিদুর রহমান, সদস্য শাহ আলম শেখ, হাসান আব্দুল হাই, নুরুন্নবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, সহসভাপতি এমরান হোসেন ভুঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তোফায়েল আহমেদ ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।

এ ছাড়া চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরে আলম পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়নেন সহসভাপতি আব্দুল কাদের খোকন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, সাবেক সদস্য জহিরুল ইমসাম এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত