Ajker Patrika

ভোটের ২০ দিন পরও ফল ঘোষণা হলো না

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০: ২৫
ভোটের ২০ দিন পরও  ফল ঘোষণা হলো না

কেরানীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গত ২৮ নভেম্বর ভোট গ্রহণ হয়। ১০টি ইউনিয়নের বেসরকারি ফল ঘোষণা করা হলেও ২০ দিনেও ঘোষণা হচ্ছে না হযরতপুর ইউপি নির্বাচনের ফল।

নির্বাচনের দিন সন্ধ্যায় ফল ঘোষণার সময় একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কর্তৃক দুই ধরনের রেজাল্ট শিট সরবরাহের কারণে ওই ইউপির ফলাফল স্থগিত করেন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা। পরে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো আলোরমুখ দেখছে না নির্বাচনী ফল।

হযরতপুর ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা তাইবুর রহমান বলেন, নির্বাচন শেষে লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ ভোট গণনা শেষে প্রার্থীদের কাছে একধরনের রেজাল্ট শিট ও রিটার্নিং কর্মকর্তার কাছে আরেক ধরনের রেজাল্ট শিট জমা দেন। দুই ধরনের রেজাল্ট শিটের কারণে ওই ইউনিয়নের ফল স্থগিত করা হয়। পরে এ বিষয়ে করণীয় ঠিক করতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হলে নির্বাচন কমিশন থেকে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে তদন্ত কর্মকর্তা কমিশনে আবেদন করে প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে নেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় হযরতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলাউদ্দিন বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে জমা হওয়া ফলে আমি ১৫০ ভোটে এগিয়ে আছি। এ ফল নির্বাচন কার্যালয়ের সার্ভারেও দেওয়া হয়েছে। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অন্য একটি রেজাল্ট শিট জমা দেওয়ার কারণে ফলাফল স্থগিত করা হয়েছে। আমার দাবি দ্রুত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হোক। প্রয়োজনে ওই কেন্দ্রের ব্যালট পেপার পুনরায় গণনা করা হোক।’

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. আজিজ বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটাই বাস্তবায়ন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত