Ajker Patrika

সংস্কারের অভাবে জীর্ণ সেতু

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ৫৫
Thumbnail image

আগৈলঝাড়ায় একটি সেতুর সংস্কার করা হয়নি আট বছর। সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছে সেতুটি। কিছুদিন আগে ওই সেতুর রেলিং ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েন শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসী।

উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ব্যাপারী বাড়িসংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটি আট বছর ধরে জরাজীর্ণ অবস্থায় আছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

সেতুর এক পাশের রেলিং ধসে যাওয়ায় সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে সেতুটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ঝুঁকিপূর্ণ বিধ্বস্ত এই সেতুর বিকল অবস্থার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষার্থী। যাতায়াতের বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও সেতুটি দিয়ে পার হচ্ছেন গ্রামবাসী।

সরেজমিন দেখা যায়, সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল ও ভ্যান। প্রতিদিনই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন এলাকাবাসী। রাতে সেতুটি পার হওয়া আরও ঝুঁকিপূর্ণ বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা।

সেতুর রেলিং ধসে পড়ার পরও স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত এই সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে তাঁদের।

উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা বাদল হোসেন ফড়িয়া বলেন, এই সেতুর ওপর দিয়ে উপজেলার নবযুগ, চাঁদশী, গৈলা, উত্তর শিহিপাশা, মধ্য শিহিপাশা, রাংতাসহ বিভিন্ন এলাকার অন্তত কয়েক হাজার মানুষ চলাচল করেন।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ে সেতুর ওপর উঠলেই এটি দুলতে থাকে। যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে।

স্থানীয় ইউপি সদস্য শামীম ফড়িয়া বলেন, ‘সেতুটিতে মানুষ উঠলে সব সময় আতঙ্কে থাকেন। সেতুটি যাতে দ্রুত মেরামত করা যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’

গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, ‘উত্তর শিহিপাশা গ্রামের ব্যাপারী বাড়িসংলগ্ন খালের পাশে অবস্থিত এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। অচিরেই এ সমস্যার সমাধান করব। সেতুটি সংস্কার করা হলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবেন।’

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, সেতুটি নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলে দ্রুত সেতুটির নির্মাণকাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত