Ajker Patrika

বিজয় দিবসে সৈয়দপুরে নানা আয়োজন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ১৪
বিজয় দিবসে সৈয়দপুরে নানা আয়োজন

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর বিজয় দিবস উদ্‌যাপনে নীলফামারীর সৈয়দপুর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা প্রশাসন। এ ছাড়া স্থানীয় রেলওয়ে আলাদাভাবে দিবসটি উদযাপনের আয়োজন করেছে। এগুলোর মধ্যে রয়েছে তোপধ্বনি, শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদদের জন্য বিশেষ দোয়া।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন আজকের পত্রিকাকে জানান, বিজয় দিবসে আনন্দ উল্লাসের পাশাপাশি আমরা শ্রদ্ধাভরে ৭১ ‘র শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তির জন্য দোয়া করা হবে। মুক্তিযোদ্ধাদের জানানো হবে সম্মাননা। দিবসটি উদ্‌যাপনে নিরাপত্তার কোনো হুমকি নেই। এরপরও যাতে কোনো প্রকার সহিংসতা না হয় সে জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি থাকবে। কর্মসূচিতে বাস্তবায়নে সবার সহযোগিতা চান এই কর্মকর্তা।

গতকাল সরেজমিনে দেখা যায়, শহরের স্মৃতিসৌধ ও শহীদ মিনার পরিষ্কার–পরিচ্ছন্নতা শেষে রঙের কাজ চলছে। পুরো উপজেলা পরিষদ চত্বর ও রেলওয়ে কারখানা পরিষ্কারের আওতায় আনা হয়েছে। ফলে এলাকা ঝকঝক করছে। কোথাও এক টুকরো কাগজ বা গাছের পাতা পড়ে না থাকে এ জন্য পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন নিয়মিত। সাজানো হচ্ছে শেখ রাসেল স্টেডিয়াম ও রেলওয়ে মাঠ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সেজেছে রঙিন সাজে। সেখানে কাব, স্কাউট ও রোভারের ছেলেমেয়েরা কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহামান জানান, কাব স্কাউট ও রোভারের ছেলে মেয়েরা উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে অংশ নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত