Ajker Patrika

দায়িত্ব হস্তান্তরে স্থগিতাদেশ

সিলেট প্রতিনিধি
দায়িত্ব হস্তান্তরে স্থগিতাদেশ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। পরিচালক আব্দুর রহমান জামিলের একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। 
একই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগ ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালককে (বাণিজ্য সংস্থা) নির্দেশ দিয়েছেন। 
১১ ডিসেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন হয়।

একটি পক্ষ নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে একপেশে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করে আসছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেল সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ১১ জন করে পরিচালক নির্বাচিত হন। ১৩ ডিসেম্বর নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রেসিডিয়াম গঠন নিয়ে ঘটে যত বিপত্তি।

প্রেসিডিয়াম নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদের সভাপতি প্রার্থী ছিলেন আব্দুর রহমান জামিল। তবে বিধিমালা ভঙ্গের অভিযোগে জামিল ও তাঁর প্যানেলের সহসভাপতি প্রার্থী হুমায়ুন আহমদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন পরিচালনা বোর্ড। এর প্রতিবাদে প্রেসিডিয়াম নির্বাচন বর্জন করেন সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে বিজয়ী হওয়া ১১ পরিচালক।

একপক্ষের বর্জনের পর ওই রাতেই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী তাহমিন আহমদকে সভাপতি এবং সহসভাপতি পদে ফালাহ উদ্দিন আলী আহমদ ও আতিক হোসেনকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

এরপর গত সোমবার চেম্বারের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালকের (বাণিজ্য সংস্থা) কাছে আবেদন করেন আব্দুর রহমান জামিল। পরবর্তীতে তিনি চেম্বার নির্বাচন পরবর্তী কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। 
রিটকারী আব্দুল রহমান জামিল বলেন, চেম্বার নির্বাচনে নির্বাচন কমিশনের আচরণ ছিল পক্ষপাতমূলক। তারা অন্যায়ভাবে একটি পক্ষকে বিজয়ী করেছেন। আমরা এর বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছি। এই অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেম্বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল জানান, সব নিয়ম মেনেই নির্বাচন সম্পন্ন হয়েছে। একটি পক্ষ যেহেতু আদালতে গেছেন এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত