Ajker Patrika

মাঠে মাঠে ধান কাটার ধুম

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
মাঠে মাঠে ধান কাটার ধুম

বাঁধ ভেঙে ফসলের মাঠ পানিতে তলিয়ে যাওয়া ও বীজতলা নষ্ট হওয়াসহ নানান প্রতিকূলতার মধ্যে এ বছর আমন ধান চাষ করেছিলেন কয়রা উপজেলার কৃষকেরা। আশানুরূপ ফসল না হলেও যে ফসল হয়েছে তা ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে চলতি বছর ১৩ হাজার ৭২০ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে ১৪ হাজার ৭২০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়।

গতকাল সরেজমিনে কয়রা ইউনিয়নের ৫ নম্বর কয়রায় দেখা যায়, মাঠে মাঠে পাকা ধান। বাতাসে দুলছে ধানের শীষ। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কয়রা ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের নিতীশ মণ্ডল ১১ বিঘা জমি ৫৫ হাজার টাকায় হারিতে (বন্ধক) নিয়ে আমন ধানের চাষ করেছেন। আষাঢ়ের শুরুতে অতিবৃষ্টির কারণে তার সব বীজতলা নষ্ট হয়ে যায়। ভেবেছিলেন এবার আর ধান হবে না। তবে নতুন করে আবার অল্প সময়ের মধ্যে বীজতলা তৈরি করেও ধান হয়েছে।

একই গ্রামের দুর্লভ গাজী বলেন, এ বছর দুই বিঘা জমিতে তিনি প্রথম আমন চাষ করেছেন। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বীজতলা নষ্ট হয়ে যায়। নতুন করে অন্য জায়গা থেকে চারা কিনে আমন চাষ করেন। ভেবেছিলেন তিনিও ফসল তুলতে পারবেন না। তবে ২ বিঘা জমিতে ২৫ মনের বেশি ধান পাবেন বলে তিনি আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপকূলে লবণাক্ততার পরিমাণ বেশি। এ বছর আষাঢ়ের অতিবৃষ্টির জলাবদ্ধতায় বীজ তলা নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কৃষি অফিসের সহযোগিতায় নতুন করে আমন ধান চাষ করে কৃষকেরা। চার পাঁচটি বিল ছাড়া সবখানে ভাল ফসল হয়েছে। আশা করছি এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত