Ajker Patrika

যান্ত্রিক ত্রুটি, ধানখেতে নামল হেলিকপ্টার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৫: ২৭
যান্ত্রিক ত্রুটি, ধানখেতে নামল হেলিকপ্টার

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার আঁধার মানিক এলাকার ধানখেতে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মেরামত শেষে গতকাল শুক্রবার সকালে হেলিকপ্টারটি উড়ে গেছে বলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেওয়ারীগঞ্জের আঁধার মানিক গ্রামের একটি ধানখেতে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়।

স্থানীয় স্কুলশিক্ষক লুৎফর রহমান বলেন, বিকেলে একটি হেলিকপ্টার ধানখেতে অবতরণ করে। সেখানে থাকা তিনজন যাত্রী হেলিকপ্টারটি ভাড়া করে নোয়াখালীর হাতিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে লক্ষ্মীপুরের আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক অবতরণ করে হেলিকপ্টারটি। পরে এর যাত্রীরা সড়ক পথে তাদের গন্তব্যে রওনা হন।

সদর থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার ফসলের মাঠে অবতরণ করে। সেখানে পুলিশ পাঠিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে। রাতে ঢাকা থেকে প্রকৌশলী এসে যান্ত্রিক ত্রুটি সারানোর শুক্রবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারটি ঢাকা ফিরে যায়।

হেলিকপ্টারের পাইলট মো. কামাল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত