Ajker Patrika

সালমার বাম চোখটি আর বাঁচানো গেল না

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৩
সালমার বাম চোখটি আর বাঁচানো গেল না

ঢাকার সাভার পৌর এলাকায় পোশাক কারখানার সুতা কাটার যন্ত্র (কাটার) দিয়ে সালমা আক্তার (৩২) নামের এক নারীর চোখ উপড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সতিন নূরনেছার (৩১) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাভারের উলাইল এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক আছেন ভুক্তভোগীর স্বামী মোতালেব ও সতিন নূরনেছা।

এদিকে গতকাল শনিবার সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সালমা আক্তারের ক্ষতিগ্রস্ত বাম চোখের অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি এ চোখে আর দেখতে পাবেন না বলে জানিয়েছেন চিকিৎসক।

ভুক্তভোগী সালমা বরিশালের হিজলা থানার দুর্গাপুর গ্রামের মোতালেবের স্ত্রী। তিনি সাভারের গেন্ডা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থেকে আল মুসলিম গ্রুপে চাকরি করেন। অভিযুক্ত নূরনেছার বাড়ি রংপুর। তিনি সাভারের রাজাবাড়ি এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর ছোট ভাই আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুলাভাই মোতালেব দ্বিতীয় বিয়ে করায় বোনের পরিবারে প্রায়ই ঝগড়া-ফ্যাসাদ হতো। বৃহস্পতিবার আমার বোন কারখানা থেকে বের হওয়ার সময় তাকে ওই নারী (নূরনেছা) কাটার দিয়ে বাম চোখে আঘাত করে চোখ উপড়ে ফেলে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা আমার বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’ আল-আমিন আরও বলেন, ‘থানায় এখনো কোনো অভিযোগ করিনি। ঘটনার পর থেকে দুলাভাই পলাতক আছেন। তাঁর মোবাইল কখনো খোলা থাকে, কখনো বন্ধ থাকে।’

সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক আকতারুজ্জামানের বরাত দিয়ে হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সালমা এখনো চিকিৎসাধীন রয়েছেন। সালমার বাম চোখে শনিবার একটি অস্ত্রোপচার করা হয়েছে। আঘাতে তার বাম চোখের মণি ও রেটিনা ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এই চোখ দিয়ে কখনো দেখতে পাবেন না সালমা।’

সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এমন কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি হাসপাতালে টিম পাঠাচ্ছি। যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে অবশ্যই ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত