Ajker Patrika

বগুড়া শহরে বন্ধ হচ্ছে রিকশা চলবে ১ হাজার ইজিবাইক

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১৪: ০৮
বগুড়া শহরে বন্ধ হচ্ছে রিকশা চলবে ১ হাজার ইজিবাইক

যানজট নিরসনে বগুড়া শহরে চলবে মাত্র ছয় আসনের এক হাজার ইজিবাইক। শহরের মূল অংশে প্রবেশ নিষিদ্ধ হবে তিন চাকার রিকশা। এ জন্য পৌরসভার পক্ষ থেকে দুই হাজার ইজিবাইককে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ইজিবাইক প্রতিদিন চলবে। কোন দিন কোন ইজিবাইক চলাচল করবে, তা রেজিস্ট্রেশন নম্বরের জোড় এবং বিজোড় সংখ্যার ভিত্তিতে নির্ধারণ হবে। ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে আগামী ১৫ জুলাই ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

গত বুধবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সভাপতিত্ব সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং স্থানীয় পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ২১টি সুপারিশমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদ। তাঁর মধ্যমেয়াদি পরিকল্পনা হিসেবে বগুড়া শহরে মাটিডালি থেকে বনানী পর্যন্ত টাউন সার্ভিস বাস চালু ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শহরের মধ্য দিয়ে বয়ে চলা করতোয়া নদীর দুই তীরে বিকল্প সড়ক নির্মাণ এবং দরিদ্র জনগণের জন্য রিকশা চালানো ছাড়া আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলা হয়।

স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ব্যাটারিচালিত দুই আসনের অন্য ইজিবাইক, ব্যাটারিচালিত চিকন চাকার রিকশা এবং প্রচলিত অন্য রিকশাগুলো কেবল শহরের বাইরে এবং সংযোগ সড়কগুলোতে চলাচলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শহরের মূল সীমানা হিসেবে দক্ষিণে পিটিআই স্কুল মোড় থেকে উত্তরে দত্তবাড়ি, পশ্চিমে রেলওয়ে স্টেশন থেকে পূর্বে চেলোপাড়া স্ট্যান্ড এবং সূত্রাপুর পশু হাসপাতাল মোড়, বাদুড়তলা মোড় এবং জেলখানা মোড় এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

সভায় জানানো হয় বর্তমানে বগুড়া শহরে রেজিস্ট্রেশন ছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা এবং প্রচলিতসহ মোট ৪০ হাজার রিকশা চলাচল করছে। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা রয়েছে ১২ হাজার।

সভায় বগুড়া মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা শিগগির টাউন সার্ভিস বাস চলাচলের বিষয়ে তাঁদের নীতিগত সিদ্ধান্ত জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান।

মেয়র রেজাউল করিম বাদশা জানান, লাইসেন্সিংয়ের নীতিমালা অনুযায়ী যাঁরা নিজেরাই মালিক ও চালক; কেবল সেই সব ইজিবাইকগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া হবে।

জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত