Ajker Patrika

শাওকীর ‘কারাগার’-এ চঞ্চল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫১
শাওকীর ‘কারাগার’-এ চঞ্চল

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল বাংলাদেশের সিরিজ ‘তাকদীর’। প্রকাশের পর ব্যাপক প্রশংসা কুড়ান অভিনেতা চঞ্চল চৌধুরী ও পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। এমনকি আইএমডিবিতে রেটিং ৮ দশমিক ৯ চলে আসে। চঞ্চল অভিনয় করেছিলেন লাশবাহী একটি গাড়ির ড্রাইভারের চরিত্রে। নতুন সিরিজ বানাচ্ছেন শাওকী। আবারও শাওকীর সিরিজে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। হইচইয়ের জন্যই নির্মিত শাওকীর নতুন সিরিজটির নাম ‘কারাগার’। সিরিজের মূল চরিত্রেই থাকবেন চঞ্চল। এমনটা নিশ্চিত করেছেন চঞ্চল নিজে। তিনি বলেন, ‘শাওকীর এই কাজটি নিয়ে এখনই সবটা বলা যাবে না। তাই বেশি কিছু বলতে পারছি না। আর আমার এক একটা কাজের জন্য তো অনেক দিন ধরে প্রস্তুতি নিতে হয়। শুটিং শুরুর আগে তাই এই সময়টায় নিজেকে তৈরি করছি। কবে শুটিং, কে কে অভিনয় করবেন, এখন কিছুই খোলাসা করব না।’

তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। সংখ্যার হিসাবে মাত্র একটি ওয়েব সিরিজ তাকদীর নির্মাণ করেই প্রশংসায় ভেসেছেন। থ্রিলার ঘরানার ওয়েব সিরিজটি এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা ওয়েব ফিকশন বলেই স্বীকৃত। বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে দেশীয় কনটেন্টের রূপরেখা বা স্ট্যান্ডার্ড বদলে দেওয়া এই দক্ষ এবং নন্দিত নির্মাতা এবার হাজির হচ্ছেন কারাগার নামের নতুন ওয়েব সিরিজ নিয়ে।

নির্মাতা শাওকীও পুরোটা জানাতে চাননি। তবে গল্প সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছেন তিনি। এক কারাগারের রহস্যময় একটি সেল হচ্ছে ৫০১। বহুদিন ধরে সেই সেলটি বন্ধ পড়ে আছে। এই ৫০১ নম্বর সেলে হঠাৎ করেই একজন কয়েদি হাজির হয়। সে দাবি করে, সে অমর এবং ২০০ বছর ধরেই সে এই রহস্যময় সেলে বন্দী। এই রহস্যের সঙ্গে ইতিহাসের যোগসূত্রে এক গা-ছমছম করা গল্পই নিজস্ব মুনশিয়ানায় পর্দায় নিয়ে আসছেন সৈয়দ আহমেদ শাওকী।

কারাগার সিরিজের প্রস্তুতি ছাড়াও চঞ্চল অভিনয় করছেন সালাউদ্দিন লাভলুর ‘ষন্ডাপান্ডা’ ধারাবাহিকে। চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত