Ajker Patrika

দোছড়ি ইউপির সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২৯ মে ২০২২, ১২: ০৮
দোছড়ি ইউপির সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন, অলংকার ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন এক নারী।

গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দেন বাদী। গতকাল শনিবার বাদীর আইনজীবী উবাথোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলাটি ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন বিবাদী হাবিব উল্লাহ।

এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী নিজের জায়গায় গাছের চারা লাগাতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা বাধা দেন। পরে তাঁরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া গত ১৪ মে সকালে অপরিচিত কয়েকজন এসে মামলার বাদীকে জানান, তাঁর ভাই ও ছেলেকে দোছড়ি হইয়াতলি পাহাড়ের দিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে তিন বোনসহ বাদী ওই স্থানে গেলে সাবেক চেয়ারম্যান দলবলে ঘেরাও করে বাদীর শ্লীলতাহানি ছাড়াও মাথা থেঁতলে ও পা ভেঙে দেয়।

বাদীর আইনজীবী জানান, ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে গত বুধবার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক।

জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, মামলার বাদী ও সাক্ষীরা পরস্পর যোগসাজশে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার বাদীর বিরুদ্ধে ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে।

মামলাটি ‘মিথ্যা’ দাবি করে হাবিবুল্লাহ আরও বলেন, ‘আমাকে ছাড়াও মামলায় আমার ছেলে, ভাতিজাসহ ঘনিষ্ঠ স্বজনদের আসামি করা হয়েছে, যা হাস্যকর।’

ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বাচিং থুয়াই মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত ট্যুরিস্ট পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত