Ajker Patrika

খুঁটি তুললেও সরানো হয়নি

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ৩০
খুঁটি তুললেও সরানো হয়নি

ঘাটাইল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মধ্যে বসানো বিদ্যুতের তিনটি খুঁটি মাটি খুঁড়ে তোলা হলেও এখনো স্টেডিয়াম থেকে সরানো হয়নি। গতকাল বৃহস্পতিবার স্টেডিয়ামের মধ্যে খুঁটিগুলো পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগ গত সপ্তাহে খুঁটি তিনটি অপসারণ করে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার খাজারচালা এলাকায় ৪১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়ে। গ্রামপর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে স্টেডিয়ামটি নির্মাণ করে।

কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্টেডিয়ামের মধ্যে বিদ্যুতের তিনটি খুঁটি বসায়। এর ফলে স্টেডিয়ামটি খেলার জন্য শুধু অনুপযোগী নয়, বরং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে স্থানীয় উপজেলা প্রশাসনের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড খুঁটি তিনটি অপসারণ করে। কিন্তু খুঁটিগুলো স্টেডিয়ামের মধ্যেই পড়ে আছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান বলেন, স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে স্টেডিয়ামের খুঁটি তিনটি অপসারণ করা হয়েছে। দ্রুত এগুলো সরিয়ে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত