Ajker Patrika

বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিদেশিদের সম্মান নিয়ে প্রদর্শনী ‘শ্রদ্ধা’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিদেশিদের সম্মান নিয়ে প্রদর্শনী ‘শ্রদ্ধা’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোকচিত্র প্রদর্শনী ‘শ্রদ্ধা’ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাবির শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

আলোকচিত্রশিল্পী ফোজিত শেখ বাবু এই প্রদর্শনীর আয়োজন করেছেন। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী চলবে। দেশে-বিদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ১৬টি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে।

এ উপলক্ষে রাবির এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পৃথিবীর প্রায় সব দেশেই বঙ্গবন্ধুর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন বই ও আলোকচিত্র প্রদর্শনী করা হয়; বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যেটি আমরা পালন করলাম, করোনার কারণে বারবার বাধাগ্রস্ত হয়েও প্রধানমন্ত্রীর সুদক্ষ তত্ত্বাবধানে সেটি চমৎকারভাবে সারা বিশ্বে পালিত হয়েছে। এ সময়ে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে অনেক লেখকের বই প্রকাশিত হয়েছে। এসব বই আমাদের সবার পড়া উচিত।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল ও রাবির উপ-উপাচার্য মো. সুলতান উল-ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত