Ajker Patrika

আরেক ইতিহাসের সামনে জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরেক ইতিহাসের সামনে জ্যোতিরা

চলতি দক্ষিণ আফ্রিকা সফরে বেনোনির উইলোমুর পার্কে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ক্রিকেটারদের সামনে আরেক ইতিহাস গড়ার হাতছানি। টি-টোয়েন্টিতে ঐতিহাসিক সেই জয়ের ভেন্যুতে আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ নিগার সুলতানা জ্যোতিদের। জিতলেই স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজও জিতবেন জ্যোতিরা।

উইলোমুর পার্কে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারালেও সিরিজটি শেষ পর্যন্ত অমীমাংসিত থাকে ১-১-এ। আর চলতি ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষেও ১-১-এ সমতায় সিরিজ। তাই শেষ ম্যাচে আজ যে দল জিতবে, সিরিজও হয়ে যাবে তাদের। ঐতিহাসিক এই সিরিজ জয়ের এত কাছাকাছি এসে নিশ্চয়ই জ্যোতিরা সুযোগ হাতছাড়া করতে চাইবেন না।

শেষ ওয়ানডে নিয়ে আগের দিন অবশ্য কথা বলেননি বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানান, শেষ ম্যাচে ভালো কিছু করতে আত্মবিশ্বাসী দল। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাহিদা-পিংকিরা। শেষ ম্যাচে দারুণ কিছু করতে প্রস্তুত মেয়েরা।

দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে এর আগে ২০টি ম্যাচ খেলে ৩টি জয় রয়েছে বাংলাদেশের মেয়েদের। তবে তাদের মাঠে এই প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচও জিতেছেন নাহিদারা। ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডেতে ১১৯ রানের বড় ব্যবধানে প্রোটিয়া মেয়েদের হারিয়ে সিরিজ শুরু করেছিলেন জ্যোতিরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সমতায় ফেরে স্বাগতিকেরা। পচেফস্ট্রুমে ফারজানা হক পিংকির সেঞ্চুরির পরও ৮ উইকেটে স্বাগতিকদের কাছে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের গত কয়েকটি সিরিজেই শেষ ম্যাচ ‘ফাইনাল’ রূপ নেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত