Ajker Patrika

বন্দরে আ.লীগের ক্যাম্প ভাঙচুর

বন্দর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ২৯
বন্দরে আ.লীগের ক্যাম্প ভাঙচুর

নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সাবদী বাজারের ক্যাম্পটি মধ্যরাতের কোনো একটি সময় ভেঙে ফেলে দুর্বৃত্তরা। কাজিম উদ্দিনের অভিযোগ প্রতিপক্ষ জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার প্রধানের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় জিডি না নেওয়ারও অভিযোগ কাজিম উদ্দিনের।

শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বলেন, ‘সাবদী বাজার এলাকায় শুক্রবার বিকেলে আমি আমার নির্বাচনী ক্যাম্প স্থাপন করি। ওই এলাকায় বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার প্রধানের চারটি ক্যাম্প রয়েছে। রাত ২টার পর আমার লোকজন ক্যাম্প বন্ধ করে চলে আসে। সকালে সেটা ভাঙা দেখতে পাই। আমি মনে করি দেলোয়ার প্রধানই নির্দেশ দিয়ে রাতের আঁধারে এই হামলা চালিয়েছেন।’

কাজিম উদ্দিন আরও বলেন, ‘আমার লোকজন এখনো থানায় আছে। ওসিকে আমি ফোন দিয়েছি, কিন্তু তিনি বলেন রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে। আমি বলেছি অন্তত জিডি নিতে, কিন্তু তিনি সেটিও নিচ্ছেন না। বলছেন তিনি থানার বাইরে আছেন।’

বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার প্রধান ক্যাম্প ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর অনুসারীরা এ ভাঙচুর করেনি। তিনি বলেন, ‘কাজিম উদ্দিনের অনুসারীরাই এ ভাঙচুর করে উল্টো তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন।’

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘জিডি নিলেই তো সব শেষ হয়ে যাবে না। তাঁর ভালোর জন্যই বলেছি রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত