Ajker Patrika

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৫: ০৪
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা

মৌলভীবাজার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। দুদিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিন ছিল খেলাধুলা এবং দ্বিতীয় দিন ছিল সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। এর আয়োজনে ছিল জেলা ক্রীড়া কার্যালয়। রানিং লং জাম্প, স্ট্যান্ডিং লং জাম্প, চকলেট দৌড়, ১০০ মিটার দৌড়, বস্তা দৌড়সহ নানা খেলায় অংশ নেয় শিশুরা।

২৮ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকসহ ১১টি ইভেন্টে সদর উপজেলার ১১২ জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মেয়েরা অংশ গ্রহণ করে। ২৯ ডিসেম্বর বুধবার বিকেলে এ বিদ্যালয় মাঠে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব সমাপনী অনুষ্ঠান হয়।

এ বিদ্যালয়ের শিক্ষক দেবস্মিতা দেবরয় বহ্নি বলেন, এই বিশেষ শিশুদের বিশেষভাবে শিখাতে হয়, শিক্ষা দিতে হয়। ক্লাসে পাঠদান, খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং তাদের সিলেবাসের মধ্যে শরীরচর্চা অন্যতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত