Ajker Patrika

গোয়ালন্দে ৩০টি ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮: ২১
গোয়ালন্দে ৩০টি ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ৩০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে তাঁদের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়ার আজগর শেখ (৩৯) ও সামছু মাস্টার পাড়ার সাগর চৌধুরী (২৫)।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় উপপরিদর্শক সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোরে ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দুজন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আজগর ও সাগরকে ৩০টি ইয়াবাসহ আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত