Ajker Patrika

বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্লিনিক উদ্বোধন

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
বিনা মূল্যে চিকিৎসাসেবা  ক্লিনিক উদ্বোধন

সিলেটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ‘এডোরা শিশু বিকাশ সেবা’ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ চিকিৎসাসেবা দেয়। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে আখালিয়ার এডোরা শিশু বিকাশ কেন্দ্রের কার্যালয় এ আয়োজন করা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ শীর্ষক সেমিনার করা হয়। এ সময় সেরিব্রাল পালসি ক্লিনিক উদ্বোধন করা হয়। সুরমা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল নর্থ-ইষ্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোজ্জির আলী।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আখলাক আহমেদ। এ সময় সম্মানিত অতিথির বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল করিম। আরও বক্তব্য দেন কাউন্সিলর মো. মখলিসুর রহমান কামরান, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মো. মুজিবুল হক ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজের বাইরে রাখা যাবে না। তাঁদের মূল স্রোতের মধ্যে রাখতে হবে। সমাজের সবকিছুতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্টিফেন হকিং ডিজেবল হয়েও বিশ্বজয় করেছেন। তাই প্রতিবন্ধী বলে কাউকে হেয় প্রতিপন্ন করা উচিত নয়।

এডোরা শিশু বিকাশ সেবা প্রতিবন্ধী শিশুদের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে এ বছরের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত