Ajker Patrika

গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠানোর ঘটনায় নাসির (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসির পেশায় রাজমিস্ত্রি। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার।

এজাহারে জানা যায়, গত ২৪ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভুক্তভোগী নারী ঘর থেকে বের হলে অভিযুক্ত নাসির তাঁর মুখ চেপে ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও ধারণ করেন মোবাইল ফোনে। পরে সেই ভিডিও পাঠানো হয় ভুক্তভোগী গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে।

এ বিষয়ে জানতে চাইলে  আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত