Ajker Patrika

ধর্ষণ মামলার বাদী ও সাক্ষীদের হুমকি

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ৪৮
ধর্ষণ মামলার বাদী ও সাক্ষীদের হুমকি

বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরী ও তাঁর মা এবং মামলার সাক্ষীদের অভিযোগ, মামলা করার পর ধর্ষণের অভিযুক্ত নুরুল ইসলামের আত্মীয়স্বজনেরা কিশোরীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। এ ছাড়া জেল থেকে বের হয়ে তাঁদের মেয়েদেরও ধর্ষণ করা হবে বলে মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর মা জানান, ৪ জানুয়ারি দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে এলে সাক্ষীরা উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। এ সময় তদন্তকারী কর্মকর্তার সামনেই অভিযুক্ত নুরুল ইসলামের শ্যালিকা ফরিদা বেগম সাক্ষীদের ধমকাতে থাকেন। তদন্ত কর্মকর্তা চলে যাওয়ার পর ফরিদা বেগম ও অভিযুক্তদের কয়েকজন সহযোগী স্থানীয় প্রভাবশালী ভুক্তভোগী কিশোরী ও তাঁর মাকে এলাকা ছাড়া করার হুমকি দেন।

ভুক্তভোগীর খালা বলেন, ‘বুইনের মাইয়ারে লইয়া এহন খুব ডরে আছি। কারণ, নুরুল ইসলাম খুবই বাজে লোক। তার আত্মীয়স্বজনেরা সাক্ষীদের হুমকি দিচ্ছে, “জেল দিয়া বাইরাইয়া তোগো মাইয়াগোও ধর্ষণ করবে।”’

মামলার একাধিক সাক্ষী জানান, তাঁরা আসামিদের ভয়ে ভীতসন্ত্রস্ত।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন মনিরের দাবি, নুরুল ও তাঁর ছেলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কিন্তু তাঁদের ভয়ে কেউ মুখ খোলেননি। এ ঘটনাটি জানাজানি হওয়ার ফলেই সামনে এসেছে।

গত রোববার রাতে বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ও তাঁর ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বাবা ও ছেলের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত সোমবার সকালে কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন।

মামলার অভিযুক্ত আসামি নুরুল ইসলাম বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বরগুনা সদর থানার ওসি এ কে এম তারিকুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত চলছে। কিশোরী ও পরিবারের নিরাপত্তায় সব রকম আইনগত সহায়তা অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত