Ajker Patrika

মা গান নিয়ে দ্বন্দ্ব

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৯: ০৭
মা গান নিয়ে  দ্বন্দ্ব

অভিনেতা মীর সাব্বির এবং গায়ক ও চিত্রগ্রাহক টি ডব্লিউ সৈনিকের সম্পর্কটা বেশ সৌহার্দ্যপূর্ণ। কিন্তু সম্প্রতি একটি গানকে কেন্দ্র করে তাঁরা দাঁড়িয়েছেন মুখোমুখি অবস্থানে। সম্প্রতি ‘মা আমার মা’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করেছেন সৈনিক। তাতে গীতিকার হিসেবে আছে টি ডব্লিউ সৈনিকের নাম। কিন্তু সাব্বির দাবি করেছেন, ‘মা’ গানটি তিনি লিখেছেন, সৈনিক এই গানের গীতিকার নন।

মীর সাব্বিরমীর সাব্বির বলেন, ‘আমার প্রথম সন্তান মীর ফারসাদের জন্ম হয় ২০০৬ সালে। এরপর আমি গানটা লিখলাম। ২০০৮ সালে এস আই টুটুল ভাইকে শোনালাম গানের কথা। তিনি সুর করলেন। সৈনিক ভাই একরকম জোর অনুরোধ করে গানটা গাইতে চাইলেন। ঢাকায় এসে গানের রেকর্ডিং হলো। আজ দেখলাম গানের কথা সৈনিক ভাইয়ের। আমি অবাক হলাম!’

বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় টি ডব্লিউ সৈনিকের সঙ্গে। তিনি বলেন, ‘মীর সাব্বির গানের স্থায়ীটুকু লিখেছেন। অনেক দিন আমি তাঁকে বলেছিলাম, সম্পূর্ণ গানটি লিখে দেওয়ার জন্য। ব্যস্ততার কারণে পারছিলেন না। বলেছিলেন আমাকে লিখে নিতে। পরে দুটো অন্তরা আমি লিখে গানটি সম্পূর্ণ করি। যেহেতু বেশির ভাগ অংশ আমি লিখেছি, তাই গীতিকার হিসেবে আমার নাম দিয়েছি।’

টি ডব্লিউ সৈনিকটি ডব্লিউ সৈনিক জানান, ‘মা আমার মা’ গানটি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘ঘুমের পরে মেঘ’ (২০১৫)-এ ছিল। পরে গানটি বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছেন সৈনিক। গানের স্থায়ীটুকু যে মীর সাব্বিরের লেখা প্রতিবারই সেটা বলেছেন। সৈনিক বলেন, ‘আমার ভুল হয়েছে, এ ভিডিওতেও সেটা বলা উচিত ছিল। কিন্তু পরে দেখলাম পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে। মীর সাব্বির এটা নিয়ে অনেককে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। অনেকে নানা কুমন্তব্য করছেন। সেগুলো দেখে খুব খারাপ লাগছে। বিষয়টি সাব্বির ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারতেন।’

টি ডব্লিউ সৈনিক পেশাগত কাজে এখন কলকাতায়। সেখান থেকে ফিরে পুরো বিষয় বিস্তারিত ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মীর সাব্বির আক্ষেপ করে বলেন, ‘এ নিয়ে আর কথা বলে কী হবে! মেধাস্বত্ব চুরি হয়ে গেলে কী-ইবা করার থাকে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত