Ajker Patrika

পাটুরিয়ায় আটকা পাঁচ শতাধিক পণ্যবাহী যান

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮: ০৯
পাটুরিয়ায় আটকা পাঁচ শতাধিক পণ্যবাহী যান

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিস্বল্পতা ও পন্টুন সমস্যায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। উভয় ঘাট এলাকায় পারের জন্য আসা যানবাহনের অব্যাহত চাপে দেখা দিয়েছে স্থায়ী যানজট। গতকাল মঙ্গলবার পাটুরিয়া ঘাট এলাকায় আটকে ছিল পাঁচ শতাধিক পণ্যবাহী যানবাহন।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীবাহী যানবাহন পাটুরিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে ফেরির নাগাল পায়। তবে পণ্যবাহী ট্রাকগুলোকে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়। পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের অপেক্ষমাণ পণ্যবাহী যানের ঠাঁই হয় না। এ যানের সারি মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।

গতকাল সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকার যানজট এড়াতে পুলিশ পাটুরিয়ার ফেরি সংযোগ মোড়ে ঘাটমুখী পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখছে। ঘাটের অবস্থা বুঝে পর্যায়ক্রমে তা ছেড়ে দিচ্ছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষা আটকে ছিল।

পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় থাকা ট্রাকচালক শাহ আলম বলেন, ঢাকা থেকে মালামাল বোঝাই করে গত সোমবার বিকেলে পাটুরিয়ায় আসেন তিনি। ঢাকা থেকে ঘাট পর্যন্ত পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তবে ঘাটে এসে ফেরির নাগাল পেতে সারা রাত ও দিন কাটছে। ক্ষোভের সঙ্গে শাহ আলম বলেন, ‘ঘাটে আসলে যত সমস্যা ট্রাক ড্রাইভারদের। ফেরির বুকিং কাউন্টারে ঝামেলা, স্কেলে হয়রানি, ট্রাফিক পুলিশ ম্যানেজ। কোনোটি কম হলে ফেরি পারের কোনো সুযোগ নাই। অনিয়ম যেন এ ঘাটে নিয়মে পরিণত হয়েছে। এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে কথা বলাটাই আমাদের জন্য বিপদ।’

বিপদ কেন—জানতে চাইলে শাহ আলম বলেন, ‘এত কিছু আপনাদের জানার দরকার নাই। টাকা ছাড়া কোনো সমস্যার সমাধান নাই এ ঘাটে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৬টি চলাচল করছে। শিমুলিয়া রুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় এ রুটে বাড়তি যানবাহন পারাপার অব্যাহত আছে।

জিল্লুর রহমান বলেন, ঘাটের উভয় প্রান্তে ফেরিতে যানবাহন লোড-আনলোডে পন্টুন সংকট আছে। পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় ৫ নম্বর পন্টুনটি এক সপ্তাহ যাবৎ বন্ধ থাকায় ৩ ও ৪ নম্বর ঘাটে বাড়তি চাপ পড়েছে। নতুন করে ১ নম্বর ঘাটটিতে পন্টুন স্থাপন করা হলেও নাব্য-সংকটে তা চালু করা সম্ভব হয়নি। ঘাটের মুখে পলি অপসারণের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে তা চালুর সম্ভাবনা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত